১.
মানব পাঠের চেয়ে প্রকৃতি পাঠ অনেক সহজ। প্রকৃতি মানুষের চেয়ে অনেক বড় হলেও প্রকৃতি পাঠে কোন যন্ত্রণা নেই। মানুষ খুব সামান্য প্রাণী হলেও খুব দুর্বোধ্য, মানুষ পাঠ করার যন্ত্রণাদায়ক। একটা মানুষের যত ভেতরে প্রবেশ করা যায় ততই যন্ত্রণার ইতিহাস। মানুষ মানুষ খেলায় তাই আনন্দ নেই কোন। মানুষকে যত কম জানা যায় ততই সুখ।
২.
আরো অনেক দীর্ঘশ্বাস এখানে ওখানে হাহাকার করে হারিয়ে যায়, আমাদের কোনদিনই জানা হয় না। দীর্ঘশ্বাসের শব্দ থাকলে পৃথিবী অনেক কোলাহলময় হতো।
মানব পাঠের চেয়ে প্রকৃতি পাঠ অনেক সহজ। প্রকৃতি মানুষের চেয়ে অনেক বড় হলেও প্রকৃতি পাঠে কোন যন্ত্রণা নেই। মানুষ খুব সামান্য প্রাণী হলেও খুব দুর্বোধ্য, মানুষ পাঠ করার যন্ত্রণাদায়ক। একটা মানুষের যত ভেতরে প্রবেশ করা যায় ততই যন্ত্রণার ইতিহাস। মানুষ মানুষ খেলায় তাই আনন্দ নেই কোন। মানুষকে যত কম জানা যায় ততই সুখ।
২.
আরো অনেক দীর্ঘশ্বাস এখানে ওখানে হাহাকার করে হারিয়ে যায়, আমাদের কোনদিনই জানা হয় না। দীর্ঘশ্বাসের শব্দ থাকলে পৃথিবী অনেক কোলাহলময় হতো।
৩.
মানুষের স্ববিরোধীতা আমাকে পীড়িত করে কেন? আমি নিজেও তো প্রচণ্ড স্ববিরোধী। আমার সকল কাজ, সকল সম্পর্ক, সকল নৈকট্য কোন না কোনভাবে পরস্পর বৈপরীত্যে ভরপুর। আমি যাকে শাসন করছি ভুল করো না বলে, সে জানে না আমি ওই একই ভুল অনেকবার করেছি। সে আমার ভুল জানে না বলে আমি তাকে শাসন করে শুদ্ধ করার সুযোগ নিচ্ছি। এটা কি অন্যায়? ৪.
আমি খুব স্বার্থপর। যারা আমাকে চেনে তারা এর বিপরীত কথা বিশ্বাস করে বলে তাদের আমি বোঝাতে পারি না আমি কতটা স্বার্থপর। সব স্বার্থপরতা কি খালি চোখে দেখা যায়? আসলে আমি খুব গোপনে শঠতা পোষণ করি, স্বার্থপরতা লালন করি, আমি সুযোগের সদ্ব্যবহার করি। তুমি কি জানো আমি আমার স্বার্থপরতা আর শঠতা প্রমাণ করার জন্য একটি সুযোগের অপেক্ষা করি? আমাকে ঘেন্নার একটা সুবর্ন সুযোগ তুমি পাবে। তখন আর কোন অজুহাত লাগবে না।৬.
উল্টোদিকের বাসে উঠে ভুল টিকেটে ধুঁকতে ধুঁকতে আমি সঠিক গন্তব্যে পৌঁছে যাই।
উল্টোদিকের বাসে উঠে ভুল টিকেটে ধুঁকতে ধুঁকতে আমি সঠিক গন্তব্যে পৌঁছে যাই।
৭.
আমাদের জীবনে সবারই ওয়ান ওয়ে টিকেট। জীবন কোথাও ফিরতি টিকেটের ব্যবস্থা রাখেনি। যারা ফেরার কথা বলে, তারা বিভ্রান্তিতে ভুগছে। আমরা শুধু বর্তমান স্টেশান থেকে সামনের স্টেশানে যেতে পারি। চুড়ান্ত গন্তব্য আসার আগ পর্যন্ত এটাই আমাদের নিয়তি।
No comments:
Post a Comment