সামান্য ঘটনার জটিল প্রতিক্রিয়ায় পৃথিবী দুলে উঠে দিন যখন রাত হয়ে যায় তখন রক্তচাপের উর্ধ্বগতির প্রতি অঙ্গুলি নির্দেশ করি। প্রতিবছর এপ্রিল মাসে একটা অনিবার্য জটিলতা গ্রহের ফেরে এসে হাজির হয়ে স্নায়ুজগতে তোলপাড় করে। আমি কিছুতেই পারি না সেই রাশিচক্র এড়াতে। ১৯৯৭ সাল থেকে এপ্রিলকে আমি ঘেন্না করতে শুরু করেছিলাম। এখন এপ্রিলের সাথে নিজেকেও করি। চুড়ান্ত পতনেও নিজেকেই দায়ী করবো। চৈত্রের ধূলো উড়লেই আমি সেই বিশ্বকাপ বিকেলে শেখ মুজিব সড়ক দিয়ে হাঁটতে শুরু করি চোখ বন্ধ রেখে। অনেক ধূলো ওড়ে........বাদামী ধূলোয় ধূসর হয়ে যায় শহরের আকাশ। এপ্রিল এলেই মনে পড়ে তাঁহারে।
No comments:
Post a Comment