Thursday, April 13, 2017

সিদ্দিক ভাই

সিদ্দিক ভাই চলে গেলেন অবশেষে!

চলে যাবেন জানতাম ৷ চলে গিয়ে বেঁচে গেলেন ৷ তাঁকে নিয়ে কেউ আর বেসাতি করতে পারবে না ৷

যাবার আগে তাঁর সাথে একবার বসে গল্প করা হলো না আমার ৷ বলা হলো না তাঁর একটি আদর্শকে আমি লালন করে চলেছি দীর্ঘকাল ধরে ৷ তিনি জানতেন না আমি কতদিন থেকে মনে মনে তাঁর দিকে তাকিয়ে ছিলাম ৷ তাঁকে মনে করে আমি বঞ্চিত কত সময়ে ভারসাম্য রেখেছি ৷ তিনি দেখিয়েছেন সাদামাটা ঠকে যাওয়া জীবন কাটিয়েও কত আনন্দ আছে ৷

পড়াশোনা বাদে আর কোন উচ্চাকাংখা আপনার ছিল না ৷ আপনি কখনো জানবেন না আপনাকে আমি কত গভীরভাবে বুঝতে চেয়েছি .......  কেবল নিজেকে বোঝার জন্য!

বয়সে আপনি বাবার মতো তবু চিরকাল আপনি ভাই নামে পরিচিত থাকবেন সবার কাছে ৷

যেখানেই থাকুন ভালো থাকুন অজস্র মানুষের ভালোবাসা নিয়ে ৷

No comments: