Thursday, April 6, 2017

Machuca : মানবিকতা ও বৈষম্যের সার্বজনীন গল্প

অপ্রচারিত কিছু সিনেমা আছে যা হঠাৎ দেখে ধাক্কা লাগে, মুগ্ধতা জাগে, আনন্দ-বেদনার অনুভূতি ঘুরপাক খায় দীর্ঘক্ষণ। বেশ কদিন ধরে তেমন অপরিচিত কিছু সিনেমা দেখা হয়েছে, আরো কিছু বাকী আছে। আজকে যেটা দেখা হলো তার কথা বলি।

এটি চিলির সিনেমা। ঘটনার সময়কাল ১৯৭৩। সালভাদর আলেন্দে হত্যাকাণ্ডের সময়কালে। তখনকার রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে  অসাধারণ কিছু ভালো সিনেমা/ ডকুমেন্টারি দেখেছি Patricio Guzmán কিংবা Costa-Gavras এর তৈরী। কিন্তু একদম সামাজিক পারিবারিক উপাদান নিয়ে তৈরী কিছু দেখা হয়নি। সালভাদর আলেন্দের উপর তৈরী সিনেমাগুলোর উপর পড়াশোনা করতে গিয়ে প্রায় অনালোচিত এই ছবিটার সন্ধান পেয়ে যাই।

চিলির Andres Wood এর অন্যতম সেরা কাজ Machuca এর গল্পটি ছিল চিলির একটি স্কুলের দুই বালকের বন্ধুতা ও সামাজিক দূরত্বের উদাহরণ নিয়ে। গল্পটি একই দেশে দুটি বৈষম্যমূলক সমাজ কিভাবে স্কুল বা পরিবারকে বিভাজিত করে তার প্রকট উদাহরণ। একটি নতুন বৈষম্যমূলক সমাজ যখন স্বপ্ন দেখতে শুরু করেছিল তাকে যখন গলা টিপে হত্যা করা হয় তার শিশু মানসের প্রতিক্রিয়া নিয়ে এই সিনেমাটি তৈরী। এই সিনেমার বার্তাটি তৃতীয় বিশ্বের খুব চেনা। ওই মানবিকতা এবং বৈষম্য সার্বজনীন।

মাচুকা ও কয়েকটি বস্তির ছেলেকে শহরের একটি নামকরা স্কুল বিনামূল্যে পড়ার সুযোগ দিয়েছিল স্কুলের প্রিন্সিপ্যাল। স্কুলের স্বচ্ছল পরিবারের ছাত্র এবং অভিভাবক সেটা মেনে নিতে না পারলেও মুখ বুজে সহ্য করে থাকে। তারপর নানান ঘটনার পর যখন হঠাৎ আলেন্দে সরকারের পরিবর্তন হয় তখন স্বপ্নগুলো ভেসে যায়, বন্ধুতা হারিয়ে যায়, হারিয়ে যায় আরো কতকিছু।

ট্রেলার দেখতে চাইলে-
https://www.youtube.com/watch?v=5N_XKFA1RLg

No comments: