বাংলাদেশ একটি আজন্ম ভুক্তভোগী রাষ্ট্র। একজন দরিদ্র মানুষের সংসারে যেমন অর্থকষ্টের পাশপাশি নানান রোগব্যধির মোকাবেলা করতে হয়, পেটের ভাত যোগাতে হিমশিম খাওয়া মানুষ ডাক্তার আর ওষুধের পেছনে সকল অর্থ ব্যয় করে অপুষ্টি আর অনাহারে মরতে হয়, বাংলাদেশ নাম স্বাধীন রাষ্ট্রটিও জন্ম থেকে সেরকম নানাবিধ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে বারবার হোঁচট খেয়ে পড়ছে।
১৯৭১-১৯৭৫ পর্যন্ত বাংলাদেশ সৃষ্টিযন্ত্রণা পেরিয়ে চরম অভুক্ত এবং অপুষ্টিতে ভুগছিল। এমন ভয়াবহ যুদ্ধবিধ্বস্ত, রক্তস্নাত একটি দেশ স্বাধীন হবার পর জীবিত মানুষেরা শোক কাটিয়ে উঠতে অনেক সময় নেয়। স্বজনহারা, সর্বহারা দেশটির মানুষের বুকে লেপ্টে থাকে দুঃসহ স্মৃতি। তারা হয়ে ওঠে অনেক বেশী মানবিক, অনেক বেশী দেশপ্রেমিক। বিশ্বাস করা যায় অন্ততঃ প্রথম পাঁচ বছর শোকে বিহ্বল থেকে প্রতিটি নাগরিক চেষ্টা করবে দেশ থেকে বেশী কিছু আশা না করে কোন মতে অস্তিত্ব টিকিয়ে রাখতে।
কিন্তু সেই অপুষ্ট শৈশবের শুরুতেই বাংলাদেশ কী দেখেছে?
লোভ, ষড়যন্ত্র, দুর্নীতি আর ক্ষমতা নিয়ে কামড়াকামড়ি। একটি অপুষ্ট শিশুকে জন্ম থেকেই পঙ্গু করে রাখা হয়েছিল তার জের এখনো চলছে।
১৯৭১-১৯৭৫ পর্যন্ত বাংলাদেশ সৃষ্টিযন্ত্রণা পেরিয়ে চরম অভুক্ত এবং অপুষ্টিতে ভুগছিল। এমন ভয়াবহ যুদ্ধবিধ্বস্ত, রক্তস্নাত একটি দেশ স্বাধীন হবার পর জীবিত মানুষেরা শোক কাটিয়ে উঠতে অনেক সময় নেয়। স্বজনহারা, সর্বহারা দেশটির মানুষের বুকে লেপ্টে থাকে দুঃসহ স্মৃতি। তারা হয়ে ওঠে অনেক বেশী মানবিক, অনেক বেশী দেশপ্রেমিক। বিশ্বাস করা যায় অন্ততঃ প্রথম পাঁচ বছর শোকে বিহ্বল থেকে প্রতিটি নাগরিক চেষ্টা করবে দেশ থেকে বেশী কিছু আশা না করে কোন মতে অস্তিত্ব টিকিয়ে রাখতে।
কিন্তু সেই অপুষ্ট শৈশবের শুরুতেই বাংলাদেশ কী দেখেছে?
লোভ, ষড়যন্ত্র, দুর্নীতি আর ক্ষমতা নিয়ে কামড়াকামড়ি। একটি অপুষ্ট শিশুকে জন্ম থেকেই পঙ্গু করে রাখা হয়েছিল তার জের এখনো চলছে।
No comments:
Post a Comment