পত্রিকার কাটিং জমানো অভ্যেস ছিল বহুকাল আগে। সে অভ্যেস প্রযুক্তির বানে কবেই ভেসে গেছে। তবু আজ একটি পত্রিকার কাটিং ডিজিটাইজ করে রাখলাম। বড় কোন কাগজে এই প্রথম লেখা ছাপালো। প্রথম সবকিছুর স্মৃতির আমেজই আলাদা। বিস্তারে প্রকাশিত লেখাটা ইত্তেফাকের সম্পাদকের পছন্দ হলে তিনি নিজের পত্রিকার জন্য নিয়ে নিলেন। কাটিং ডিজিটাইজ করার সুবিধা হলো কাগজ হারালেও লেখার কপিটা থাকবে।
তারিখ ৫ ডিসেম্বর ২০১৬, দৈনিক ইত্তেফাক
No comments:
Post a Comment