Monday, December 12, 2016

আজ সোমবার

অদ্ভুত কিছু শরীরবৃত্তীয় বিচ্যুতি ঘটছে আবারো। কিছুকাল পরপর টের পাই বিচ্যুতির ঘটনা। কম্পিউটার পর্দায় অতিরিক্ত মনঃসংযোগে মস্তিষ্কে কোন চাপ তৈরী করে যাচ্ছে হয়তো। দৃষ্টি এবং মস্তিষ্ক দুটোর মধ্যে কোনটা বেশী চাপ গ্রহন করছে সেটা বুঝতে চেষ্টা করতে গিয়ে হৃদযন্ত্রে ওলটপালট শব্দের অস্তিত্বও পাই মাঝে মাঝে। ডাক্তারের সান্নিধ্য এবং আশ্বাসে কিছুটা উপশম ঘটে। কিছু হয়নি আপনার - শুনতে ভালোই লাগে। কয়েকদিন ছুটি নিন, ভালো করে ঘুমান, চাপমুক্ত থাকুন। বয়স হচ্ছে ক্যালেণ্ডারে, তবু কাজের সময় বয়স মনে থাকে না, রাখি না। এখনো কত কাজ বাকী। হাসানের মতো অসময়ে চলে যাবার কথা ভাবলে মন খারাপ লাগে।

আবার জীবনানন্দের মতো এও ভাবি-

চিরদিন শহরেই থাকি
পড়ে থাকি পাটের আড়তে
করি কেরানির কাজ—শুভে-লাভে যদি কোনোমতে
দিন যায় চ'লে
আকাশের তলে
নক্ষত্রেরা কয় কোন্‌ কথা
জোৎস্নায় প্রাণের জড়তা
ব্যথা কেন পায়
সে সব খবর নিয়ে কাজ কিবা হায়

No comments: