Saturday, December 17, 2016

বিজয় দিবস ২০১৬

১. আনন্দ ও বেদনা
সব আনন্দের পেছনে সুপ্ত বেদনা লুকোনো থাকে না। কিন্তু সব সৃষ্টির পেছনে একটি ধ্বংসের ইতিহাস থাকে, যেমন থাকে জন্মের সাথে গর্ভযন্ত্রণা। বিজয় দিবসের আনন্দ উদযাপনেও একটা নীরব গ্লানি আছে। সেই গ্লানিটা ১৪ ডিসেম্বর। একাত্তরের ষোলই ডিসেম্বর যখন সমগ্র বাংলাদেশ আনন্দ প্লাবনে ভাসছে, সেদিন বাংলাদেশের অনেক বাড়িতে কান্নার ঢেউ বয়ে যাচ্ছিল। আমরা এক জাহানারা ইমামের ডায়েরী পড়ে কেঁদেছি, কেঁদেছি  রমা চৌধুরী, মুশতারী শফি, কিংবা শহীদ আজাদের মায়ের কথা পড়ে। এমন হাজারো কাহিনী সমগ্র বাংলাদেশের মানচিত্র জুড়ে। আমাদের পতাকার মাঝখানে যে লাল বৃত্ত, সেই বৃত্তটি ওই সব অমোছনীয় বেদনার রং। বিজয়ের আনন্দ প্রকাশে আমরা বুকের ভেতর সেই বেদনাকেও বহন করি।

২. বাংলাদেশের লাল সবুজ পতাকা


বিজয় র‍্যালী ২০১৬ চট্টগ্রাম। উপর থেকে কী চমৎকার লাগে পতাকার এই দৃশ্য। মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম যতক্ষণ দেখা যায়। সম্মিলিতভাবে পতাকা বহন করার এই দৃশ্যটি দেখে সাধ জাগে অপশক্তির হাত থেকে অক্ষত রাখতে সমগ্র বাংলাদেশটিকেও যদি সবাই এভাবে টানটান করে ধরে রাখতো!

৩.
বাপ্পা মজুমদারের চমৎকার একটা টিউন শুনে মন ভালো হয়ে গেল। জোয়ান বায়েজের সং অব বাংলাদেশ বাজিয়েছেন।

৪.
ফেসবুকে মিশুর দেয়াল থেকে পাওয়া গেল বাংলাদেশের পতাকার প্রথম রূপকার শিবনারায়ন দাসের একটি সাক্ষাতকার।

বিজয় দিবসের এইসব আনন্দ ভাগাভাগি করে উদযাপন করতে পেরে ভীষণভাবে তৃপ্ত।

No comments: