যেই সময়ে আমি চরম বিরক্তির সাথে চোখমুখ কুঁচকে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ থেকে ফেরার পথে ভটভট নৌকায় (মাঝির ভাষায় গাম্বোট) বসে কানের উপর ইঞ্জিনের অত্যাচারটা সয়ে নেবার চেষ্টা করছি, সেই সময় ওশিন স্কুলের বার্ষিক খেলাধুলার অনুষ্ঠানে ফুলশিশু হয়ে প্ল্যাকার্ড হাতে তার দাবী প্রচার করছে স্কুলের মাঠে -"আমি শিশু, আগামী প্রজন্ম, আমি বড় হতে চাই, দিবে না আমাকে সেই সুযোগ?"
এবারই প্রথম আমার থাকা হয়নি ওর কোন অনুষ্ঠানে।
No comments:
Post a Comment