১.
আইকনের টানাটানির ফাঁসে আটকে পড়েছে সমগ্র জাতি। আইকনে আইকনে দড়ি টানাটানি, নাভিশ্বাস বাংলাদেশের। বাংলাদেশের প্রধান দুটো আইকন বিএনপি আর আওয়ামী লীগ। এর বাইরে আছে বিএনপি ছাতার অপশক্তি জামাতে ইসলামী যারা গ্রাস করছে স্বয়ং নিজের ছাতার আইকনকে। অন্যদিকে আওয়ামী ছাতার নীচে আছে বিশ্ববেহায়া এরশাদের জাতীয় পার্টি যারা পেণ্ডুলামের মতো সকাল বিকাল দুই আইকনের দিকে দুলতে থাকে। তার বাইরে বামসহ যেসব খুচরো ইসলামী দল আছে তারাও অস্তিত্ব টিকিয়ে রাখতে ভাগ হয়ে ভিড়ে গেছে দুই আইকনের দলে। দুই আইকনের বাইরে আছে কি ছক্কা ছয়ফুর? কিন্তু তার খবর আমরা জানি না বহুবছর(*ছক্কা ছয়ফুর সিলেট থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিল এরশাদের আমলে, ক্ষমতায় গিয়ে খালেদা হাসিনাকে বোরকা পরাবার প্রতিশ্রুতি ছিল যার)। আইকনে আইকনে এই দড়ি টানাটানির ভগবানের নাম কি কেউ জানে?
আইকনের টানাটানির ফাঁসে আটকে পড়েছে সমগ্র জাতি। আইকনে আইকনে দড়ি টানাটানি, নাভিশ্বাস বাংলাদেশের। বাংলাদেশের প্রধান দুটো আইকন বিএনপি আর আওয়ামী লীগ। এর বাইরে আছে বিএনপি ছাতার অপশক্তি জামাতে ইসলামী যারা গ্রাস করছে স্বয়ং নিজের ছাতার আইকনকে। অন্যদিকে আওয়ামী ছাতার নীচে আছে বিশ্ববেহায়া এরশাদের জাতীয় পার্টি যারা পেণ্ডুলামের মতো সকাল বিকাল দুই আইকনের দিকে দুলতে থাকে। তার বাইরে বামসহ যেসব খুচরো ইসলামী দল আছে তারাও অস্তিত্ব টিকিয়ে রাখতে ভাগ হয়ে ভিড়ে গেছে দুই আইকনের দলে। দুই আইকনের বাইরে আছে কি ছক্কা ছয়ফুর? কিন্তু তার খবর আমরা জানি না বহুবছর(*ছক্কা ছয়ফুর সিলেট থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিল এরশাদের আমলে, ক্ষমতায় গিয়ে খালেদা হাসিনাকে বোরকা পরাবার প্রতিশ্রুতি ছিল যার)। আইকনে আইকনে এই দড়ি টানাটানির ভগবানের নাম কি কেউ জানে?
২.
বাংলাদেশে নিরপেক্ষ কোন বস্তুর অস্তিত্ব নেই। আছে দোদুল্যমান ভোটার। যারা গতবার নৌকায় ভোট দিয়েছে, তারা এবার ধানের শীষে দেবে। ধানের শীষ জিতবে, হারবে বাংলাদেশ।৩.
কিছু কিছু রাজনীতিবিদ, বুদ্ধিজীবি, সাংবাদিক বেশ্যার মতো। এদের জন্য বেশ্যাপদক চালু করলে পুরস্কারের শীর্ষে থাকতো যথাক্রমে এরশাদ, ফরহাদ মজহার এবং মাহমুদুর রহমান।৪.
টানাটানির আড়ালে চলছে নিঃশব্দে কানাকানি
নেকড়েটা ইশারায় বলছে কাউকে, এবার জলটা একটু ঘোলা কর দিকিনি!
No comments:
Post a Comment