Tuesday, November 5, 2013

৫ নভেম্বর ২০১৩ : পুড়ছে মানুষ

১.
কোথাও পড়েছিলাম - একজন নিরপরাধ মানুষ শাস্তি পাবার বদলে গোটা পৃথিবীর ধ্বংস হয়ে যাওয়া ভালো। কথাটা আক্ষরিক অর্থে সঠিক নয়, কিন্তু বলা হয়েছে নিরপরাধ মানুষের শাস্তিটা কতবড় অপরাধ তা বোঝাতে। অথচ সেরকম অপরাধ আজকাল শয়ে শয়ে হচ্ছে দেশে দেশে। বাংলাদেশে আরো বেশী। হরতালে মানুষসহ গাড়ি পুড়িয়ে দেবার ঘটনা এত বেশীবার ঘটে গেছে যে এখন তা আমাদের স্বাভাবিক ঘটনার ডিকশেনারীতে ঢুকে গেছে। এটাকে এখন ভয়ংকর অপরাধ বলার চেয়ে সাধারণ একটা খবর হিসেবেই দেখা হয়। যারা পোড়ায় তাদের অজুহাতের অভাব নেই।

মানুষসহ গাড়ি পোড়ানোর ঘটনা শুনে এক সমর্থক বলে উঠলো - "গাড়িটা যখন পোড়াচ্ছিল তখন সে চট করে নেমে না পড়ে ভেতরে বসে ছিল কেন?" সমর্থকের এই কথা শুনে আমি বোকার মতো চমকে উঠেছিলাম। জামাত-শিবির সমর্থকরা যে পৃথিবীর সবচেয়ে নাদান হিংস্র প্রাণী সেটা জানলেও দলীয় অন্ধ সমর্থক কত ভয়ংকর একটা জিনিস এই বাক্যটা শোনার আগে বুঝিনি।

গতকাল গাজীপুরে একটা কাভার্ডভ্যানে আগুন দিয়ে তার ভেতরে থাকা ১৪ বছরের একটা কিশোরকে পুড়িয়েছে জামাত-শিবির-বিএনপি। পত্রিকায় ছবি দেখে যতটা শিউরে উঠেছি তারচেয়ে বেশী শিউরে উঠেছি এটার সমর্থনে তাদের সমর্থকদের যুক্তি কল্পনা করে।
 

২.
দ্বিতীয় ৬০ ঘন্টা হরতালের আজ দ্বিতীয় দিন। আজ রাতের খাবার নিমতলা খেতে হবে। ছোট মাছের দাওয়াত। শিহান ফোন করেছিল দুপুরে। আধো বোলে ডাক দিয়েছে, "তুমি কখন আসবা? আজ সন্ধ্যায় তুমি আসবা কিন্তু"। এরকম  ডাক শুনলে পৃথিবীর যে কোন প্রান্তে ছুটে যেতে ইচ্ছে করে।

৩.
ভাইবার একটা চমৎকার অ্যাপস। আরো কদিন আগে ইনস্টল করলেও আজই তার সঠিক মর্ম অনুভব করলাম।

No comments: