Monday, November 4, 2013

৪ নভেম্বর ১৯১৩ : প্রান্তিক আয়ের মানুষ

১/ এই সপ্তাহের ৬০ ঘন্টার হরতালের প্রথম দিন আজ। ছুটির পর বাড়ি ফিরতে ঝামেলা হবে। হেঁটে বা রিকশায় যা পাই তাতে কয়েক কিস্তিতে যেতে হবে।

২/ দুটো লেখা লিখলাম। একটা চেনা জায়গার জন্য আরেকটা অচেনা জায়গার জন্য। দুটোই ছেড়ে দিয়ে থিতু হলাম এখন। অফিসে আজ কাজ কম ছিল। লেখালেখিতে সময় পেয়েছি।

৩/ প্রান্তিক আয়ের কিছু মানুষের জীবনযাপন নিয়ে একটা রিপোর্ট তৈরী করছি। দশ বারোজনের সাক্ষাতকার নেয়া হয়েছে। তাদের ব্যয়ের খাতগুলো জরীপ করেছি গত কয়দিনে। ১০০ ডলারের নীচে আয় করা মানুষ কিরকম জীবন যাপন করে বাংলাদেশে, সেটা বের করাই মূল উদ্দেশ্য। শ্রমিকদের মজুরি কতটা বাড়লে জীবনটা সহনীয় হয় সেটাও জানা দরকার। আমি নিজে একটা কারখানার মালিক হলে কি করতাম। এরকম কিছু চিন্তাভাবনা মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে।

No comments: