১.
কমলেশ্বর মুখোপধ্যায়ের 'মেঘে ঢাকা তারা' ছবিটা দেখে ফেললাম সেদিন। এই ছবিটা অতীতে আমার দেখা উপমহাদেশের সব ছবিকে ছাড়িয়ে গেল। এই একটা ছবির ভেতর উপমহাদেশের ইতিহাস আন্দোলনের বিরাট একটা সারাংশ চলে এসেছে। এই মাপের নির্মান, এই মানের চলচ্চিত্র আর কয়টি হয়েছে জানি না। তবে আমি দেখিনি। 'মেঘে ঢাকা তারা ২০১৩' তাৎক্ষণিকভাবে আমার চোখে শ্রেষ্ঠত্বের আসনে বসে গেল। আমার বিশ্বাস এই ছবি যদি আটলান্টিকের পূর্ব-পশ্চিমে নির্মিত হতো, এটা অবশ্যই খান কয়েক অস্কার পকেটে পুরে আনতো। ঋত্বিক ঘটকের জীবনের বৈচিত্র্যময় অধ্যায়গুলো ততোধিক বৈচিত্রময়রূপে উপস্থাপন করার যে দক্ষতা কমলেশ্বর দেখিয়েছেন, সেটা সাম্প্রতিক ইতিহাসে তুলনাবিহীন। ছবির দেশকাল মানুষ নিয়ে গানগুলো মর্মভেদী। বিটোফেনের ফিফথ সিম্ফোনীর এমন মর্মান্তিক ও প্রাসঙ্গিক ব্যবহার সম্ভবতঃ বিশ্বের আর কোন চলচ্চিত্রে হয়নি। এই নতুন মেঘে ঢাকাও তারা(http://en.wikipedia.org/wiki/Meghe_Dhaka_Tara_%282013_film%29) দর্শকের স্মৃতিতে বেঁচে থাকবে অনেক কাল। যদি সম্ভব হতো এই ছবির একটা রিভিউ লিখতাম। কিন্তু দুঃখের সাথে বলতে হয় সেই দুঃসাহস আমার নেই।
২.কমলেশ্বর মুখোপধ্যায়ের 'মেঘে ঢাকা তারা' ছবিটা দেখে ফেললাম সেদিন। এই ছবিটা অতীতে আমার দেখা উপমহাদেশের সব ছবিকে ছাড়িয়ে গেল। এই একটা ছবির ভেতর উপমহাদেশের ইতিহাস আন্দোলনের বিরাট একটা সারাংশ চলে এসেছে। এই মাপের নির্মান, এই মানের চলচ্চিত্র আর কয়টি হয়েছে জানি না। তবে আমি দেখিনি। 'মেঘে ঢাকা তারা ২০১৩' তাৎক্ষণিকভাবে আমার চোখে শ্রেষ্ঠত্বের আসনে বসে গেল। আমার বিশ্বাস এই ছবি যদি আটলান্টিকের পূর্ব-পশ্চিমে নির্মিত হতো, এটা অবশ্যই খান কয়েক অস্কার পকেটে পুরে আনতো। ঋত্বিক ঘটকের জীবনের বৈচিত্র্যময় অধ্যায়গুলো ততোধিক বৈচিত্রময়রূপে উপস্থাপন করার যে দক্ষতা কমলেশ্বর দেখিয়েছেন, সেটা সাম্প্রতিক ইতিহাসে তুলনাবিহীন। ছবির দেশকাল মানুষ নিয়ে গানগুলো মর্মভেদী। বিটোফেনের ফিফথ সিম্ফোনীর এমন মর্মান্তিক ও প্রাসঙ্গিক ব্যবহার সম্ভবতঃ বিশ্বের আর কোন চলচ্চিত্রে হয়নি। এই নতুন মেঘে ঢাকাও তারা(http://en.wikipedia.org/wiki/Meghe_Dhaka_Tara_%282013_film%29) দর্শকের স্মৃতিতে বেঁচে থাকবে অনেক কাল। যদি সম্ভব হতো এই ছবির একটা রিভিউ লিখতাম। কিন্তু দুঃখের সাথে বলতে হয় সেই দুঃসাহস আমার নেই।
No comments:
Post a Comment