১.
নীলকন্ঠ পাখির খোঁজ আমিও জানতাম না। যখন শুনলাম তখন থেকে খুঁজে শুরু করলাম। খোঁজ খোঁজ খোঁজ। অবশেষে পেয়ে গেলাম নীলকন্ঠ পাখির সন্ধান। পিডিএফে পেলাম সহব্লগার নিলয় নন্দীর কাছ থেকে(অশেষ কৃতজ্ঞতা ভদ্রলোকের কাছে), আবার কাগজে ছাপাটাও পেলাম বাতিঘরে। পিডিএফে পড়া শুরু করেছি তবু কাগজে ছাপা 'নীলকন্ঠ পাখির খোঁজে' কিনতে বাতিঘরে যেতে হবে। অতীন বন্দোপাধ্যায়ের ক্লাসিক উপন্যাসটি কালেকশানে রাখার ইচ্ছে।
মাঝে মাঝে ঘুরে দাঁড়ানো ভালো। মাঝে মাঝে ফিরে তাকানোও। ফিরবো না বলেও তখন ফেরা যায়।
৪.
এই দিনটা অন্যরকম হতে যাচ্ছিল। অপ্রত্যাশিত, অনাকাংখিত, অনাহুত। প্রত্যাশা বিমুখ হয়েও কখনো কখনো বিপর্যয় ঠেকানো মুশকিল হয়ে দাঁড়ায় যখন চেনা মানুষ অপ্রত্যাশিত আচরণ করে। উথাল পাতাল ঝড়েও ঠাণ্ডা মাথায় মাঝি নৌকা সামালায়। জলপদ্ম তখন হাসে।
No comments:
Post a Comment