Saturday, November 16, 2013

১৬ নভেম্বর ২০১৩, অম্লান অঘ্রান

১.
তোমার জন্য বুকের ভেতরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। তুমি জানো না তোমার জন্য আমার কতখানি পেট পুড়ে, কতখানি বুক জ্বলে, কতখানি আমি লণ্ডভণ্ড হয়ে যাই। আজ দুপুর থেকে জ্বলছে, গতকাল জ্বলেছে, হয়তো আগামীদিনও জ্বলবে। দিনের পর দিন তুমি কি এভাবেই আমার ভেতর ঢুকে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেবে হে ক্যান্টিনের পোড়া তেলে ভাজা ডিমের মামলেট? আমি আর কতকাল তোমাকে সহ্য করবো?

২.
গতকাল এক টিভি চ্যানেলে সকালে বলছিল আজ শুক্রবার ১ অগ্রাহয়ন, শীতকাল, ১৪২০ সাল।
আমি চোখ গোল করে তাকিয়ে ভাবছিলাম শীতকাল তাহলে সত্যি সত্যি অঘ্রানে ঢুকে গেল?

৩.
কিছু কিছু অন্ধকার আলোতেও দৃশ্যমান।


No comments: