Tuesday, November 12, 2013

১২ নভেম্বর ২০১৩ : উর্বর চিন্তাসমূহ

১.
বুদ্ধি বিভ্রান্ত মানুষই আজকাল রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছে। সেই নেতৃত্ব সমর্থন করছে জ্ঞানের সওদাগরেরা। জীবনভর যে মূল্যবোধের কথা পড়েছেন, শিখেছেন, লিখেছেন, তার বিপক্ষে অবস্থান নিয়ে নিজেকে প্রশ্নবিদ্ধ করে তুলছেন।

২.
স্বাধীন মত প্রকাশ করার সুযোগ থাকলেও সুবিধাজনক ভবিষ্যতের বাসনায় নিজের বিরুদ্ধেই অবস্থান নিচ্ছে কিছু মানুষ। জ্ঞানী লোকের বিভ্রান্ত পথে হাঁটাটা গাছপাকা ফল পোকায় ধরার মতো।

৩.
সুস্থ চিন্তাকে গ্রাস করেছে অপরাজনীতি। অব্যাহত ধ্বংসকে নিয়তি মেনে নিয়ে আত্মহত্যাপ্রবণ জাতি পৃথিবীতে কমই আছে।

৪.
আমরা বর্তমানে যা দেখছি, এর চেয়ে খারাপ অবস্থা আগে কখনো আসেনি। এই ভাবনাটা মানুষের মগজে ঢুকে আছে আরো কয়েকশো বছর ধরে। আগামী কয়েকশো বছরও থাকবে হয়তো। মানুষ সবসময়ই বলে এসেচে আগের সবকিছু ভালো ছিল, বর্তমানে সব নষ্ট হয়ে গেছে। বর্তমান নিয়ে সন্তুষ্ট থাকাটা মানুষের নিয়মে নেই।

৫.
আমি ভালো আছি। বর্তমান নিয়ে সবচেয়ে ভালো আছি। অতীতেও ভালো ছিলাম না। ভবিষ্যতেও ভালো থাকবো না। এরকম ভাবনার মার্কেটিং করা খুব অসুবিধা জনক হবে?


নোটস-
টাকাপয়সা আনন্দদায়ক ব্যাপার এটা মুখে কেউ স্বীকার করে না৷ হাতে মোটা অংকের টাকা আসলে ফুরফুরে হয়ে যায় মন৷ আমার এখন কিছু টানাটানি যাচ্ছে৷ মন খারাপ তাই৷ কয়েক লাখ টাকা আটকে আছে পাওনাদারের হাতে৷ কেউ জানে না৷ টাকাগুলো পেলে ভরে যেতো বুকটা৷ আহ টাকা তোমাকে বেশী ভালোবাসি এই অনটন দিবসে৷ প্রিয়তমার চেয়েও বেশী৷ 

Who is she?
The one who causes me travail?
Or whom I never saw yet

আমার প্রিয়তমা কে? যার সাথে প্রেম হবার ছিল অথচ হয়নি সে কি প্রিয়তমা হতে পারে? 

তার কথা মনে পড়ে৷ সে কেন এমন মনোযোগ দিয়েছিল আমার দিকে৷

তার কথা মনে পড়ে৷ সে কেন এতটা মমতাময়ীর চোখে তাকিয়েছিল৷

তার কথা মনে পড়ে৷ অসম্ভব জেনেও সে কেন হাত বাড়িয়েছিল৷

তার কথা মনে পড়ে৷ সে আমার চোখে পৃথিবীর সব রূপ নিয়ে বসে থাকবে৷

আমি জানি আমার কথাও তার মনে পড়ে, নিশ্চয়ই পড়ে৷ তার জন্য মঙ্গলকামনা৷ 

No comments: