১.
বুদ্ধি বিভ্রান্ত মানুষই আজকাল রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছে। সেই নেতৃত্ব সমর্থন করছে জ্ঞানের সওদাগরেরা। জীবনভর যে মূল্যবোধের কথা পড়েছেন, শিখেছেন, লিখেছেন, তার বিপক্ষে অবস্থান নিয়ে নিজেকে প্রশ্নবিদ্ধ করে তুলছেন।
২.বুদ্ধি বিভ্রান্ত মানুষই আজকাল রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছে। সেই নেতৃত্ব সমর্থন করছে জ্ঞানের সওদাগরেরা। জীবনভর যে মূল্যবোধের কথা পড়েছেন, শিখেছেন, লিখেছেন, তার বিপক্ষে অবস্থান নিয়ে নিজেকে প্রশ্নবিদ্ধ করে তুলছেন।
নোটস-
টাকাপয়সা আনন্দদায়ক ব্যাপার এটা মুখে কেউ স্বীকার করে না৷ হাতে মোটা অংকের টাকা আসলে ফুরফুরে হয়ে যায় মন৷ আমার এখন কিছু টানাটানি যাচ্ছে৷ মন খারাপ তাই৷ কয়েক লাখ টাকা আটকে আছে পাওনাদারের হাতে৷ কেউ জানে না৷ টাকাগুলো পেলে ভরে যেতো বুকটা৷ আহ টাকা তোমাকে বেশী ভালোবাসি এই অনটন দিবসে৷ প্রিয়তমার চেয়েও বেশী৷
Who is she?
The one who causes me travail?
Or whom I never saw yet
আমার প্রিয়তমা কে? যার সাথে প্রেম হবার ছিল অথচ হয়নি সে কি প্রিয়তমা হতে পারে?
তার কথা মনে পড়ে৷ সে কেন এমন মনোযোগ দিয়েছিল আমার দিকে৷
তার কথা মনে পড়ে৷ সে কেন এতটা মমতাময়ীর চোখে তাকিয়েছিল৷
তার কথা মনে পড়ে৷ অসম্ভব জেনেও সে কেন হাত বাড়িয়েছিল৷
তার কথা মনে পড়ে৷ সে আমার চোখে পৃথিবীর সব রূপ নিয়ে বসে থাকবে৷
আমি জানি আমার কথাও তার মনে পড়ে, নিশ্চয়ই পড়ে৷ তার জন্য মঙ্গলকামনা৷
No comments:
Post a Comment