Thursday, November 7, 2013

৭ নভেম্বর ২০১৩ ভুল বিপ্লবের উদরপূর্তি আজ

১/ আজ কমলেশ্বরের 'মেঘে ঢাকা তারা ২০১৩' কপি করেছি। আরো অনেক ছবি জমে গেছে। আফ্রিকার অনেকগুলো। দক্ষিন এশিয়া, মধ্যপ্রাচ্যেরও বেশ কটা। বাংলা আছে কয়েকটা। পুরোনো মুভি। ক্লাসিক আর বিশ্বখ্যাত মুভিগুলো জমে গেলে আক্ষেপ লাগে। কিন্তু এক নাগাড়ে দুঘন্টা বসার অবসর কই। বই পড়তে গেলে মুভি দেখা হয় না, মুভি দেখতে গেলে বই পড়া হয় না। দুটোতেই সমান নেশা।

২/ রাজনীতি প্রতিদিন বিরক্ত করছে। ২০১৩ সালের মার্চ আর মে মাসের অন্ধকার যদি আবারো ফিরে আসে, তাহলে বাংলাদেশের সকল ভবিষ্যত বিপদগ্রস্থ।

৩/ যাদের আছে তাদেরই ভয় বেশী, যাদের নেই তাদের ভয়ও নেই। ব্যাপারটা বেশ মজার।

৪/ মাথায় ভ্রমণ পরিকল্পনা ঘুরছে। এডভেঞ্চার সিজন আগামী তিনমাস। এবার শুধু পরিকল্পনাই হবে। কোথাও যাওয়া হবে না।

৫/ আজ একটা ঐতিহাসিক ভুল দিবস। এই ভুলের খেসারত বাঙালী দেবে দশকের পর দশক।


No comments: