Wednesday, November 25, 2009

একচোখা এক বিষন্ন চিল

একচোখা একটি বিষন্ন চিল একা একা উড়ছে বঙ্গোপসাগের অথই নীল জলরাশির ওপর। দুপাশে ছড়ানো পাখায় ভর দিয়ে ঘুরপাক খেতে খেতে নিঃসঙ্গ ধূসর চিলটি বাতাসে ভেসে বেড়াচ্ছে রানওয়ে হারিয়ে ফেলা একটা বিমানের মতো। বাতাসের লোনা জলের গন্ধে অনাগত শীতে ঝরা পাতার হাহাকার। সেই হাহাকারের মাঝে অবুঝ চিলটি হারানো কিছু খুঁজছে। খুজছে, কিন্তু ভুলে গেছে কি হারিয়েছে? কিছু একটা পড়ে গেছে তার পায়ের নখর গলে, আনন্দে মগ্ন একচোখা চিল দেখতে পায়নি কোথায় পড়েছে। তাই আদিম ভোর থেকে বাতাসের ভেলায় ভাসতে ভাসতে ভেবে চলেছে কি হারিয়েছে। কিছুতেই মনে করতে পারলো না কি হারিয়ে গেল। তবু সেই অজানা বস্তুর সন্ধানে একচোখা চিল আজ সারাদিন.......

No comments: