Wednesday, November 25, 2009

ঠিক গল্পও নয়

পরামানিকের কানাচোখে দৃশ্যটা দেখার কথা ছিল না। কিন্তু একটা পাথরে বেমক্কা হোঁচট খেয়ে যেখানে পড়ে গেল তার পাশেই রমিজ মন্ডলের গুদাম ঘরের দেয়ালের ফোকড়টা। ফোকরটা যেখানে ঠিক সেই বরাবর পরামানিকের বামচোখটা পড়লো এবং অনুচিত দৃশ্যটা দেখে ফেললো। দেখেই পালাতে চেয়েছিল।

কিন্তু রমিজ মন্ডলের বর্বর ছেলে মাখন মন্ডল তার আগেই ফোকড় দিয়ে পরামানিককে দেখে ফেললো। দেয়াল টপকে বাইরে এসে "হারামীর পো কাউকে বললে খুন করে ফেলবো" বলে ঝাঁপিয়ে পড়লো তার উপর।

পাঁচমিনিটের মাথায় পরামানিক দুই চোখেই সমান আঁধার দেখলো। দৃশ্যটা না দেখলেই কি বাঁচতো পরামানিকের বাকী চোখটা? অনুচিত দৃশ্য দেখতে হবে জানলে ফোকড়ে তাকাতোই না। কিন্তু দেখার আগে বুঝবে কি করে ভেতরে কি চলছে?

এ তার কর্মের ফল, নাকি কপালের দোষ? তাকানোটা আকাম হয়েছে, কিন্তু হোঁচটটা খেয়েছে কপাল দোষে।

কর্মের দোষ কপালের ঘাড়ে চাপিয়ে অঝোরে কাঁদতে বসলো পরামানিক।

No comments: