প্রতিদিন একবার করে আমি তোমার জন্য কাঁদি। সেদিন থেকেই। তুমি আমাকে চেনো না। আমিও তোমাকে চিনি না। আমাদের কখনো দেখা হবে না। তবু যতদিন তোমাকে আমার মনে থাকবে ততদিন আমি কাঁদবো।
প্রথম যখন এয়ারপোর্টের গোলাপী লাগেজের পেছনে তোমার ফুটফুটে মুখটা ভেসে থাকতে দেখেছি ততক্ষণে ঘটনা ঘটে গিয়েছিল। তবু আমি শুধু প্রার্থণা করছিলাম তোমাকে যেন কেড়ে না নেয়। তোমাকে যেন ফিরিয়ে দেয়। আমি তখনো জানতাম না যা ঘটার ঘটে গেছে ইতিমধ্যে। অবোধ মানুষ আমি।
দুদিন পর জেনেছি তুমি বাবাকে জড়িয়ে ধরেই, বাবার বুকের উষ্ণতা নিতে নিতে চলে গেছো অনন্তের পথে। তোমার মা এখনো জানে না, তুমি চলে গেছো। তুমি ভয় পেয়ো না। বাবা তো আছে তোমার সাথে। প্রিয়ক তোমাকে ছাড়েনি। তোমাকে বুকে নিয়ে বাবাও গেছে তোমার সঙ্গী হয়ে।
আমি তোমার জন্য প্রতিদিন অন্তত একবার চোখ ভেজাই প্রিয়ন্ময়ী। তোমার সাথে আমার কোন জন্মান্তরেও দেখা হবে না। আমি তোমার কেউ না। তবু আমি তোমাকে অভয় দেই, নিজেকে শান্ত্বনা দেই। তুমি তোমার বাবার কাছে আছো। বাবা তোমার জন্যই তো ফিরে আসেনি। তোমাকে নিয়ে ফেরার জন্য বিমানের ফাঁক গলে বের হয়ে যায়নি।
প্রিয়ন্ময়ী, আমাদের কখনো দেখা হবে না। তুমি আমার কেউ না। কিন্তু আমার বুকে তোমার জন্য একটা দাগ থেকে যাবে জেনো। একটা অচেনা কষ্ট।
আমি এখন নিয়তি নামের কুৎসিত ব্যাপারটাকে ঘেন্না করি।
তিন বছরের ওই নির্মল শিশুটি নিয়তির এমন কী চক্ষুশূল হয়েছিল!!!
[নেপালের বিমান দুর্ঘটনায় হারিয়ে যাওয়া প্রতিটি মানুষের জন্য কাঁদছে অনেক মানুষ। পরিবারগুলো কাঁদবে আরো অনেকদিন। পরিবারের বাইরেও কেউ কেউ কাঁদে, কাঁদবে]প্রথম যখন এয়ারপোর্টের গোলাপী লাগেজের পেছনে তোমার ফুটফুটে মুখটা ভেসে থাকতে দেখেছি ততক্ষণে ঘটনা ঘটে গিয়েছিল। তবু আমি শুধু প্রার্থণা করছিলাম তোমাকে যেন কেড়ে না নেয়। তোমাকে যেন ফিরিয়ে দেয়। আমি তখনো জানতাম না যা ঘটার ঘটে গেছে ইতিমধ্যে। অবোধ মানুষ আমি।
দুদিন পর জেনেছি তুমি বাবাকে জড়িয়ে ধরেই, বাবার বুকের উষ্ণতা নিতে নিতে চলে গেছো অনন্তের পথে। তোমার মা এখনো জানে না, তুমি চলে গেছো। তুমি ভয় পেয়ো না। বাবা তো আছে তোমার সাথে। প্রিয়ক তোমাকে ছাড়েনি। তোমাকে বুকে নিয়ে বাবাও গেছে তোমার সঙ্গী হয়ে।
আমি তোমার জন্য প্রতিদিন অন্তত একবার চোখ ভেজাই প্রিয়ন্ময়ী। তোমার সাথে আমার কোন জন্মান্তরেও দেখা হবে না। আমি তোমার কেউ না। তবু আমি তোমাকে অভয় দেই, নিজেকে শান্ত্বনা দেই। তুমি তোমার বাবার কাছে আছো। বাবা তোমার জন্যই তো ফিরে আসেনি। তোমাকে নিয়ে ফেরার জন্য বিমানের ফাঁক গলে বের হয়ে যায়নি।
প্রিয়ন্ময়ী, আমাদের কখনো দেখা হবে না। তুমি আমার কেউ না। কিন্তু আমার বুকে তোমার জন্য একটা দাগ থেকে যাবে জেনো। একটা অচেনা কষ্ট।
আমি এখন নিয়তি নামের কুৎসিত ব্যাপারটাকে ঘেন্না করি।
তিন বছরের ওই নির্মল শিশুটি নিয়তির এমন কী চক্ষুশূল হয়েছিল!!!
No comments:
Post a Comment