১.
হিয়া নামের ২ বছরের যে অবোধ শিশুটি নেপালের বিমান দুর্ঘটনায় মাকে হারিয়েছে গতকাল, সে বড় হয়ে জানবে তার মায়ের মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যে তাকে দখলে নেবার জন্য মামলায় জড়িয়ে পড়েছিল তার জীবিত স্বজনেরা। শিশুটির নিহত মা নাবিলা ইউ এস বাংলায় চাকরী করতেন। ব্র্যাভো বাঙালী।
২. হিয়া নামের ২ বছরের যে অবোধ শিশুটি নেপালের বিমান দুর্ঘটনায় মাকে হারিয়েছে গতকাল, সে বড় হয়ে জানবে তার মায়ের মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যে তাকে দখলে নেবার জন্য মামলায় জড়িয়ে পড়েছিল তার জীবিত স্বজনেরা। শিশুটির নিহত মা নাবিলা ইউ এস বাংলায় চাকরী করতেন। ব্র্যাভো বাঙালী।
তিন বছর বয়সী আরেক শিশু আকাশে ওড়ার শখ করেছিল বিমানে করে। বিধাতা সে শখ পূরণ করার ব্যবস্থাটি রেখেছিলেন অদ্ভুতভাবে। শিশুটি আকাশে উড়বে ঠিক আছে, কিন্তু আকাশ থেকে প্রাণ নিয়ে নামতে পারবে না বলে ঠিক করা ছিল। আকাশ তোমাকে চায়নি বাবু!
৫.
কো-পাইলট পৃথুলা রশীদ এ দুর্ঘটনায় নিজের প্রাণ দিয়েও রেহাই পায়নি বর্বরতম মানসিকতার ইতর বাঙালীর নোংরা জিব থেকে। এদেরকে শুয়োরের বাচ্চা বলে গালি দিলে শুয়োরও লজ্জিত হবে। এই কুলাঙ্গার জাতিটা ফেসবুকের বাইরে কত শতাংশ?
No comments:
Post a Comment