Wednesday, March 14, 2018

বাঙালীর উত্তমকাণ্ড

১.
হিয়া নামের ২ বছরের যে অবোধ শিশুটি নেপালের বিমান দুর্ঘটনায় মাকে হারিয়েছে গতকাল, সে বড় হয়ে জানবে তার মায়ের মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যে তাকে দখলে নেবার জন্য মামলায় জড়িয়ে পড়েছিল তার জীবিত স্বজনেরা। শিশুটির নিহত মা নাবিলা ইউ এস বাংলায় চাকরী করতেন। ব্র্যাভো বাঙালী।

২.
তিন বছর বয়সী আরেক শিশু আকাশে ওড়ার শখ করেছিল বিমানে করে।  বিধাতা সে শখ পূরণ করার ব্যবস্থাটি রেখেছিলেন অদ্ভুতভাবে। শিশুটি আকাশে উড়বে ঠিক আছে, কিন্তু আকাশ থেকে প্রাণ নিয়ে নামতে পারবে না বলে ঠিক করা ছিল। আকাশ তোমাকে চায়নি বাবু!

৩.
চার বছর প্রেম করার পর বিয়ে করার সাতদিনের মধ্যে নেপালে হানিমুনে যাচ্ছিল আগ্রাবাদ সিডিএর ইলা আপার ছেলে ফয়সাল। বিমানের ধ্বংসাবশেষ থেকে আবিষ্কৃত হলো নতুন বউয়ের মেহেদী লাগানো হাতের দুটি আঙুল তখনো ধরে রেখেছিল ফয়সাল। হাত ছাড়েনি আগুন মরণেও!

৪.
ক্যাপ্টেন আবিদ সুলতান যে বিমানটি তিন বছর আগে কানাডা থেকে উড়িয়ে এনে ইউএস বাংলায় যুক্ত করেছিলেন, সে বিমানটির শেষকৃত্যটিও তিনি নিজ হাতেই করলেন কাঠমুণ্ডু এয়ারপোর্টে। এবং নিজের জীবন দিয়েই। আপনি পদত্যাগ করেও বাঁচতে পারলেন না অব্যবস্থাপনার হাত থেকে।

৫.
কো-পাইলট পৃথুলা রশীদ এ দুর্ঘটনায় নিজের প্রাণ দিয়েও রেহাই পায়নি বর্বরতম মানসিকতার ইতর বাঙালীর নোংরা জিব থেকে। এদেরকে শুয়োরের বাচ্চা বলে গালি দিলে শুয়োরও লজ্জিত হবে। এই কুলাঙ্গার জাতিটা ফেসবুকের বাইরে কত শতাংশ?

৬.
নেপালে বিমান দুর্ঘটনার কাছাকাছি সময়ে মীরপুর বস্তিতে আগুন লাগিয়ে ৫০০০ পরিবারকে নিঃস্ব করে দেয়া হলো এক রাতের মধ্যেই। তাদের জন্য আমি মর্মাহত হলেও আমার চোখে জল আসেনি। আমার চোখে জল এসেছে নেপালের ঘটনায় নিহত ৫০ জনের জন্য। ইতরের মতো আমিও অজুহাত দিলাম মানুষ তো বরাবরই শ্রেণীস্বার্থপর প্রাণী ছিল হে! 

অতএব তুমি উত্তম বলে আমি বিপুল পরিমান ঈর্ষাবোধ করতে পারলেও আমি অধম বলে সামান্য লজ্জাবোধও করি না।

No comments: