মানুষ জীবন সর্বাত্মক এক তামাশা এদেশে: দুটো তামাশার কথা সবার আগে আসে
এক: চিকিৎসা তামাশা
অসুস্থতা এখানে একটা অপরাধ বা ভুল:
ডাক্তার, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার- ত্রয়ী এক যুথবদ্ধ শিকারী ফাঁদের নাম:
রোগী একটি সহজ বধ্য শিকার মাত্র:
টোপ ফেলে এখানে ওখানে বসে আছে শিকারীর দল:
একবার তুমি ফাঁদে পড়ো, আর ধনে প্রাণে মারা পড়ো:
সিঁদেল চোর, সেও খানিকটা ভালো, তারা লুকিয়ে সাফাই করে, গলাতে ছুরি ধরে বলে না সেবা দিচ্ছি রক্ত গিলে খাও:
হাতে আছে ধারালো ক্ষুর, যা দিয়ে গলাও কাটে, পকেটও:
অপেক্ষা করো, আসছে তোমার পালা:
তুমি সর্বহারা? তবে সস্তায় মরে যাও ঘুমের ঘোরে:
সাশ্রয়ী মৃত্যুই এদেশে সর্বোচ্চ কাম্য ৷৷
***********************************
দুই: আইন তামাশা
উকিল, পুলিশ, আদালত- ত্রয়ী আরেক যুথবদ্ধ শিকারী ফাঁদের নাম:
বাদী বিবাদী দুটোই শিকারের নাম:
প্রথমাংশের বাকী ঘটনা এখানেও: বিশেষ্য বিশেষণের পুনরুক্তি নিষ্প্রয়োজন
আইনের ফাঁদ এড়িয়ে বেঁচে থাকুক মানুষ
*************************************
No comments:
Post a Comment