ক)
পূর্ণতা একবারই হোক শূন্যতা যদি বারবার:
একবারই ছুঁয়ে যাক অনন্ত সুখ: আর যদি কিছু না হয় না হোক: আমৃত্যু প্রতীক্ষা অর্থহীন: একবার যা হয়েছে তাই অটুট থাকুক: এক সত্যিতে সমগ্র জীবন: দিন বদলের হাটে অনুভূতির বিকিকিনি সে আরেক অধ্যায়: ব্যাসার্ধ কমতে কমতে বিন্দুতে থেমে যাওয়া বৃত্তটি অসমাপ্তই থাকুক, ক্ষতি কী?
খ)
প্রতিদিন সমাপ্য জীবনে বসবাস দীর্ঘজীবি না হোক: একবার যা হয়েছে তাই তো কালের খাতার আলোকিত সুখ: সুখপত্র পল্লবিত থাকুক বিরল বৃক্ষের অপুষ্পক বাগানে: চতুর্থ অধ্যায়ের আয়ুষ্কাল গুনিতক হারে ক্রমহ্রাসমান: যে পূর্ণতা একবারই এসেছিল নিমন্ত্রণের প্রতীক্ষা না করে মানুষ জীবন তাতেই পরিতৃপ্ত হউক:
গ)
সকল বেদনা কী প্রকাশযোগ্য? যতটুকু জানি ততটুকুও নিরাময়যোগ্য নয়: আরো কিছু থাকলে বাড়তি আড়াল তা ধরে রাখছে: সব আড়াল সরানো যায় না: কিছু ভার একাকী বহন করার শক্তি ধারণ করতেই হয় ৷
ঘ)
চক্রে বন্দী বহুরূপী মানুষ তুমি নিজের চক্রেই আটকে থাকো চিরকাল: তোমার মুক্তি নেই অনিরাময়যোগ্য এই ব্যাধি থেকে
No comments:
Post a Comment