Tuesday, December 28, 2010

ডিজিটাল আহম্মকি!!!

মেজাজটাই খারাপ হয়ে গেল সকালবেলা।

হাতে কাজ কম ছিল আজ। ভাবলাম কিছু ওয়েবসাইটে ঘুরাঘুরি করি। বহুদিন সরকারের ওয়েবসাইটের প্রতি নজর দেই না। এই সরকার আসার পর একবারও সরকারের প্রধান ওয়েবসাইটে যাই নি। কেবল একবার উঁকি দিয়েছিলাম টিয়া রঙের পতাকাটা এখনো আছে কিনা দেখতে। লজ্জাই লাগতো খোদ সরকারের ওয়েবসাইটে পতাকার কটকটে ভুল রং দেখে।

আজকে প্রথমে ঢুকে একটু আনন্দিতই হলাম, যাক ভুল পতাকাটা গেছে। ওয়েবসাইটের উন্নতি ঘটছে। নতুন পোর্টাল। অনেক নতুন ফিচার দেখা যাচ্ছে। একটা একটা ক্লিক করতে সময় লাগবে বলে প্রথম পাতাটাই আগাগোড়া নজরে আনলাম। সরকারের প্রতি খুব বেশী প্রত্যাশা নেই। তাই কেবল সাদা চোখে দেখবো। ক্রিটিকাল না হবার জন্য মনে মনে এই পণ করেছিলাম। কিন্তু নীচের দিকে গিয়ে একটা লিংকে ক্লিক করে ফট করে মেজাজ ফরটি নাইন হয়ে গেল।

প্রথম পাতার নীচের দিকে দুটো কলাম আছে। বামদিকে দেখা যাবে Know Bangladesh. যারা ক্লাস এইটের গ্রামার বইতে বাংলাদেশ বিষয়ক ইংরেজী রচনা মুখস্ত করেছিলেন, তাদের হয়তো খুশী লাগতে পারে মিল পাবেন বলে। কিন্তু আমি ইংরেজীতে খুব কাঁচা, রচনা মনে নাই, তবে মেজাজ খারাপ হয়ে গেল অস্টাদশ শতকীয় ইংরেজীর ব্যবহার দেখে। তাও মাফ করে দিলাম, যে লিখছে তার বাপে হয়তো পিঠের উপর ঝাড়ু ভেঙ্গে সেই ইংরেজী শিখিয়েছিল যা আজো ভুলতে পারছে না।

বটম লাইন হলো, পর্যটক আকৃষ্ট করার মতো ন্যূনতম সহজ ভদ্র ভাষা আল্লাহ মাবুদ বাংলাদেশ সরকারের উপর নাজেল করে নাই। পর্যটনের ওয়েবসাইট নিয়ে আগে একবার লিখেছিলাম। তাই আর কথা বাড়াতে ইচ্ছে করছে না।

অন্যদিকে যাই। ডান দিকে Video নামে এটা ট্যাব আছে। ওখানে তাকিয়ে দেখি এক বালিকা মোবাইল হাতে সবজী ক্ষেতে দাড়িয়ে আছে। সরল মনে ভাবলাম এটা Know Bangladesh এর ভিডিও ভার্সন। কিন্তু ক্লিক করতে শুরুতে যে টাইটেল ভেসে উঠে তাতে লেখা আছে e-Governece Service at doorstep

প্রথম দৃশ্যে দেখা যাবে একটা লাউ মাচার নীচে সবুজ শাড়ী পরা এক মহিলা কালো একটা গরুকে খড় বা খাবার যোগান দিচ্ছে। কাজ সেরে মহিলা পাশের একটা টং দোকানে গিয়ে মোবাইল কল দিয়ে কথা বললো স্বামীর সাথে। স্বামী কথা শেষ করে সাইকেল চালিয়ে জনমানবশূণ্য জরাজীর্ণ একটা গাছতলার হাটে এল। সেখানে গাছের সঙ্গে ব্ল্যাকবোর্ড টাঙিয়ে আলু পটলের দাম লিখে রেখেছে আরেক হাটুরে। তার পাশেই টিনের ছাপড়ায় হতদরিদ্র একটা টুল সর্বস্ব দোকানে ব্যানারে লেখা, ইমেইল ই-সেবা, ই-তথ্য, কম্পিউটার,ইন্টারনেট এইসব কথা।

বাঁশের মাচার সেই ঝুপড়িতে কম্পিউটার নিয়ে টুলে বসে আছে এক লোক। তার পাশে এক প্রৌঢ় কাগু বসা.......এইসব নিয়ে ৬ মিনিটের একটা VOB ডিভিডি ফরমেটের ভিডিও যার ডাউনলোড সাইজ ৪০০ মেগার মতো ( আমি ডাউনলোড করতে গিয়ে আবার বাতিল করলাম দানবীয় সাইজ দেখে। AVI কিংবা MPEG ফরমেটে যা ৩০ মেগার বেশী হতো না। ডিজিটাল বাংলাদেশের প্রণেতাদের মধ্যে কত জ্ঞানী লোকের বিচরন এই ভিডিও তার একটা প্রমান)

টেকি বিষয় বাদ। কেবল ভাবতে থাকি, এই ওয়েবসাইট কাদের জন্য তৈরী করেছে সরকার? Know Bangladesh লেখা দেখে বোঝা যায় এই ভিডিওর টার্গেট বিদেশী ভিজিটর। তো, এই ভিডিও দেখে যদি বিদেশী কেউ বাংলাদেশকে জানে, তাহলে আমাদের সম্পর্কে কি ধারণা জন্মাবে তার? ভিডিও চিত্র যে দৃশ্যটা প্রকাশ করে তা হলো -

"এই দেশের প্রধানতম দৃশ্য হলো হত দরিদ্র রিক্ত নিঃস্ব গন্ডগ্রাম, পাহাড় সমুদ্র সব পোষ্টারেই আছে। এবং যেখানে কাঁচা মাটির রাস্তা দিয়ে সাইকেলে যাতায়াত করতে হয়, গরু বাদে আকর্ষণীয় কোন প্রাণী নেই। তবে সবচেয়ে আশ্চর্য যে এত অভাবেও লোকের হাতে মোবাইল সুবিধা আছে। দরিদ্র মানুষের মোবাইল ব্যবহার দেখার জন্য বাংলাদেশে আসুন।"

অথচ বামদিকের Know Bangladesh ট্যাবে লেখা Bangladesh offers many tourist attractions, including archaeological sites, historical mosques and monuments, longest natural beach in the world, picturesque landscape, hill forests and wildlife, rolling tea gardens and tribes.

এই বর্ণনার একটা ফোঁটাও যদি ভিডিওতে থাকতো, তাহলেও কিছু বলতাম না। কিন্তু পুরো ভিডিওতে যা প্রকাশ পেয়েছে তাকে এক কথায় বলা যায় ডিজিটাল আহম্মকি।

সময় থাকলে ঘুরে আসুন
http://www.bangladesh.gov.bd

আহম্মকির এমন নজীর আর কতো বছর দেখতে হবে আমাদের?

No comments: