Sunday, January 18, 2009

স্বার্থপর অনুচিন্তা

দুই বছরের নিস্পাপ প্যালেষ্টাইনী শিশুটির গুলিবিদ্ধ লাশের ছবিটা যখন আমার চোখে ভাসে, আমি ভুলে থাকতে চাই আমি যা দেখেছি।
...............................................................................
আমার আড়াই বছরের ফুটফুটে মেয়ের গোলাপ কোমল গালটা ছুঁয়ে যখন আমি অফিসে আসি, আমার সারাদিন ভরে থাকে সেই সৌরভে। আমি যদি প্যালেষ্টাইনী বাবা হতাম, আমার মেয়ে হতো যদি প্যালেষ্টাইনী শিশু, আমার মেয়ের গোলাপ সৌরভ কী কখনো পেতাম আমি? বারুদের কটু গন্ধে আমার মেয়ের করুন লাশ শুয়ে থাকতো না সেই রাস্তার পাশে? শিউরে উঠি, চমকে উঠি ভাবতে গিয়ে।

ভাগ্যিস প্যালেষ্টাইনে জন্মাইনি আমি। বাংলাদেশের দারিদ্রে আমার সুখী বসবাস গোলাপী সৌরভ নিয়ে।

No comments: