Thursday, July 28, 2016

জলের আয়নায়

এখানে আকাশধোয়া বৃষ্টির জল। স্বচ্ছ টলোমল। হাঁটুপানি, নামলেই পায়ে সুড়সুড়ি। ছোট মাছের দল নিজেদের নিয়ে খেলছে। হাত ডোবালে আমিও তাদের সঙ্গী হতে পারি। মাছেদের সাথে লুকোচুরি ছোঁয়াছুয়ি। ভালোর চেয়ে বেশী বাসি। কত বর্ষা কেটে গেছে হিসেব রাখিনি। ছায়া ছায়া আবছায়া অগভীর জলের জগত। বেড়ে ওঠা ঘাসের ডগা প্রতিচ্ছবি দর্শনে মুগ্ধ। এখানেই, এইখানে শৈশব স্মৃতির সকল আধার। হাঁটুজলে ডুব দেয় অতীত সন্ধানী মন। 
আষাঢ়ে শ্রাবণে এখানে আমি স্মৃতির প্লাবনে ভাসি। 



No comments: