Monday, July 18, 2016

আত্মশুদ্ধির শিল্প

পড়াশোনা আত্মার অন্যতম একটি ফিল্টারের কাজ করে৷ আত্মশুদ্ধির জন্য কিছু কিছু বই খুব দরকারী৷ প্রতিদিন যেসব আবর্জনা আমাদের সত্তাকে দুষিত করে, একটা ভালো বই কিংবা মর্মস্পর্শী গল্প তাকে কিছুটা হলেও দুষনমুক্ত করে৷ শুধু কি বই? একটি ভালো সিনেমা অথবা গানও কি সেই ভূমিকা রাখে না?

কিন্তু সব বই নয়৷ সব গান নয়৷ সব সিনেমা নয়৷ যেসব শিল্প এই পরিশোধনের কাজটি করতে সক্ষম কেবল তাকেই বলা যায় শিল্পোত্তীর্ণ সৃষ্টি৷

No comments: