Friday, July 22, 2016

সাবটাইটেলের টাইমিং এডজাস্ট বিষয়ক মেরামতি অভিজ্ঞতা

সাবটাইটেলের অভাবে অনেক ভালো মুভি দেখা হয়নি নামানো সত্ত্বেও। না দেখে মুছে দিয়েছি কত মুভি। ঘুরতে ঘুরতে অনেকদিন পর পছন্দসই সাবটাইটেল সাইট পেয়ে গেলাম একটা আজ। জাফর পাহানির Taxi মুভিটা দেখার জন্য নামালাম srt file.

https://isubtitles.net/taxi-20151219022329/english-subtitles/881459

এই সাইটে বিজ্ঞাপনের উৎপাত নেই। গলা চেপে ধরে বলে না তোকে দেখতেই হবে। কিছু সাইট বিশ্রী রকমের পপ আপ আর বিজ্ঞাপন উৎপাতের।


 কিন্তু মুভি দেখতে বসে সাবটাইটেলের সাথে মুভির টাইমিং মেলে না। সাবটাইটেল আসে ডায়লগের অনেক পরে। কিছুক্ষণ দেখে বিরক্ত লাগলো। রেখে দিলাম। তারপর উপায় খুঁজে দেখতে গিয়ে নতুন একটা সাইটের সন্ধান মিললো। যেখানে এই টাইমিং এডজাস্ট করা হয় srt ফাইলের।
এই সাইটের লিংকে গিয়েও পছন্দ হলো। এটাও পরিচ্ছন্ন। বিজ্ঞাপনের উৎপাত নেই। ১৮ সেকেন্ড টাইমিং এডজাস্ট করার পর দেখলাম বরাবর ঠিক সব। বেশ ভালো লাগলো এই আবিষ্কারে।

ভাবছি ইন্টারনেটে এসব মেরামতির দোকানপাট যারা দেয় তাদের লাভ কি? অথচ এরা থাকাতে কত ঝামেলা সহজে সারানো যাচ্ছে। আমার লাভটা বুঝে নিয়ে সন্তুষ্ট থাকছি আপাতত।


No comments: