Monday, January 23, 2012

আংশিক

তুমি গোছাও, আমিও।
ভাঙ্গা কাঁচ জড়ো করি
ভাঙচুর আয়নায় খন্ড বিখন্ড মুখ দেখি
আমার চোখ হাসলে দাঁত হাসে না
দাঁত হাসলে ঠোট মানে না
আমি তবু জোর করে
হারানো ফ্রেমে নিজেকে স্থাপন করি।

আমার সাথে গোছায় আমার ছায়া
আমরা দুজনে গোছাই
তবু ভাঙ্গা আয়না জোড়া লাগবার নয়।

আমাদের আংশিক মিল
আমি গোছাই ভাঙা আরশি
তুমি গোছাও তোমার ঘর।


No comments: