১.
তুমি যতটা অন্ধকারে ছিলে, আমি ততটা আলোতে। তোমাকে অন্ধকার ছেড়ে বের করে আনার জন্য হাত ধরেছিলাম বলে তুমি কৃতজ্ঞতায় নত হয়েছিলে। কিন্তু যেই তুমি আমাতে লোড শেডিং দেখলে অমনি তিরষ্কারে জর্জরিত করে এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে বললে, আমার আঁধারই ভালো।
২.
অদ্ভুত আঁধার এক ভর করেছে এই মাঝদুপুরের মেঘের পাখায়। দূর দিগন্ত বিস্তৃত সেই মেঘের ছাতায় নগরী অন্ধকার। ক্ষয়িষ্ণু অন্ধকার তোমার কান্নার রং হয়ে আমার শহরে নেমেছে অঝোর ধারায়। তোমার জমানো ঘেন্নাগুলো বজ্রপাতের মতো প্রবল গর্জনে কামান দাগছে ক্ষণে ক্ষণে। হে অসময়ের বর্ষা, তোমার ঘেন্নার সমাপনীতে উপহার দিও একটুখানি রোদেলা হাসি।
No comments:
Post a Comment