Tuesday, February 28, 2012

তৎবচন

১. আত্মরক্ষা প্রকৃতির প্রথম আইন। আত্মরক্ষার নিয়ম মানতে ব্যর্থ হলে বিরাট মূল্য পরিশোধ করতে হয়। 

২. কোথায় ফাউল করতে হবে, সেটা জানা খেলোয়ারোচিত প্রজ্ঞা। ভুল জায়গায় ফাউল করলে নিশ্চিন পেনাল্টি।

৩. কিছু কিছু দুঃসময়ের পুনারাবৃত্তি ঘটে অতীতের কাছ থেকে শিক্ষা নেবার জন্য। যারা শিক্ষা নিতে ব্যর্থ হয় তারা প্রকৃতই নির্বোধ।

৪. হাটে হাড়ি ভেঙ্গে সুসংবাদ প্রচারের সময়ও খেয়াল রাখতে হবে অন্ততঃ একটা রসগোল্লা যেন নিজের হাতে থাকে।

৫. কোন কোন তুলনা বেদনাদায়ক, সেরকম তুলাদন্ড হাতে না নেয়াই উত্তম।

৬. আবেগের সাথে যুদ্ধে যুক্তি প্রায়ই হারে। কিন্তু বেলাশেষে যুক্তিরই জয়জয়কার

৭. অবিচার মানুষকে বিক্ষুব্ধ করে, জমানো বিক্ষোভে রাষ্ট্রেরও পতন ঘটায়

৮. একটা জানালায় মুখ রেখেও আকাশের অনেকদূর দেখা যায়

৯. ভুল করার সবচেয়ে যুক্তিযুক্ত সময় - ঘোর

১০. একই বস্তুর ভিন্ন ভিন্ন দৃষ্টিতে ভিন্ন ভিন্ন সংজ্ঞা হতে পারে। প্রেম পাপ লজ্জা নিন্দা তার অন্যতম উদাহরন।

১১. সময়কে ভুল বোঝা আমাদের অভ্যেসে দাঁড়িয়ে গেছে।






No comments: