Wednesday, March 27, 2024

মল্লিকা সেন গুপ্তের কবিতা

 কী অসাধারণ একটা কবিতা! মল্লিকা সেনগুপ্ত লিখছিলেন:

ভালবাসা ভালবাসা বাঁচাও আমাকে

আমাকে সারিয়ে দাও ঝলমলে জীবনের স্বাদে
মাথাভর্তি চুল দাও, চোখে দাও কটাক্ষ বিদ্যুৎ
আমার আকাশে দাও মেঘ বৃষ্টি আলো।
...
আমি না থাকলে ছেলে থাকবে কী করে?
বরকে কে খুঁজে দেবে এল আই সি পলিসি
ভাইটা নেশার ঘোরে কোথায় গড়াবে
ভীমরতি পোকাগুলো বুড়ো মার মাথায় চড়বে।
...
চল্লিশ চাঁদের আয়ু, না বুঝে লিখেছি
এখনও অনেক কাজ বাকি আছে,যাবই না আমি
দু'-দশ বছর আরও তোমাদের জ্বালাব পোড়াব
না রে মৃত্যু আজ আর তোর জন্য সময় হবে না।
...
প্রতিদিন ভোর হয়, জীবন স্রোতের মত চলে
কারও কারও ভোরে আর একদিন সূর্য ওঠে না
সূর্যকে আমি তাই ভয়ংকর দিব্যি দিয়ে বলি
আমি না জাগলে তুমি উঠবে না ভোরের আকাশে।
...
শিশির তোমার কেন কোনওদিন অসুখ করে না?
রোদ্দুর কখনও বুঝি মনখারাপ হয় না তোমার?
সারস তোমাকে কেউ প্রতারণা করেনি কখনও?
আমিও শিশির হয়ে, রোদ্দুর, সারস হয়ে
থেকে যেতে চাই পৃথিবীতে।

No comments: