Saturday, March 4, 2017

Septembers in Shiraz : খোমেনি বিপ্লবের ভুক্তভোগি

Dalia Sofer ইরানী বংশোদ্ভুত আমেরিকান লেখিকা। কিন্তু ইরানের সাথে তাঁর বিচ্ছেদ হয় ১১ বছর বয়সে। ১৯৭৯ সালে ইরানের খোমেনী বিপ্লবের সময় তার ধনী জুয়েলারী পিতা বিপ্লবীদের হাতে আক্রান্ত হয়ে সর্বস্ব হারিয়ে ইরানের সুন্দরতম শহর শিরাজ ছেড়ে পালিয়ে নিউইয়র্ক চলে আসে। ২০০৮ সালে সেই স্মৃতির উপর ভিত্তি করে লেখেন আত্মজৈবনিক উপন্যাস Septembers in Shiraz

সেই উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মান করেন অস্ট্রেলিয়ান আদিবাসী বংশোদ্ভুত পরিচালক Wayne Blair. যিনি The Sapphires বানিয়ে পুরস্কার ও পরিচিত লাভ করেন বিশ্বব্যাপি।

Septembers in Shiraz নির্মান তাঁকে এখনো কোন পুরস্কার ও খ্যাতি এনে দিতে না পারলেও ডালিয়া সোফের ও তার পরিবারের অভিজ্ঞতার চিত্রায়ন একটি উল্লেখযোগ্য কাজ হয়ে থাকবে। কেননা এই ছবিতে দর্শক রোমান পোলানস্কির 'পিয়ানিস্ট' Adrien Brody কে নতুন করে আবিষ্কার করবে।

No comments: