Saturday, March 18, 2017

চৈত্রের বাতাসে পৌষের আবেশ

মার্চের আঠারো তারিখ আজ। চৈত্রের চতুর্থ দিন। এই সময়ে বাংলাদেশের বাতাসে ধুলো ওড়ে, মাতাল হাওয়ার নাচন চলে, কালবোশেখীর ঝড় ওঠে। ফেব্রুয়ারী থেকেই গরমের যাত্রা শুরু হয়। বসন্তের অস্তিত্ব অনুভব করার আগেই গ্রীষ্মের তাড়াহুড়ো আগমন ঘটে।

কিন্তু এবার অন্যরকম। এখনো আকাশে বাতাসে প্রকৃতিতে শীতের আমেজ। হালকা শীত। না গরম না ঠাণ্ডা আরামদায়ক একটা আবহাওয়া। সারা বছর এমন আবহাওয়া থাকলে বাংলাদেশ স্বস্তি পেত। প্রতিবছর যেমন এক মাস অন্তত কঠিন শীত পড়ে, এবার তেমন ছিল না। হালকা শীতেই কেটেছে নভেম্বর থেকে ফেব্রুয়ারী এই চার মাস। এখন এই মার্চের দ্বিতীয়ার্ধেও হালকা শীতল বায়ু।

আজকে বোধহয় বায়ুর মতি ফিরেছে খানিকটা। দুপুরের পর হঠাৎ করে জড়ো হতে থাকলো মেঘের দল। বাতাসে বেগ উঠলো, আকাশ থেকে বিভঙ্গ তরঙ্গে গর্জন উঠলো, তারপর বিকেল জুড়ে বেশ খানিকটা বর্ষণ ছড়িয়ে দিল নববর্ষার রূপ ছড়িয়ে। যতটা গর্জেছে ততটাই বর্ষেছে। সন্ধ্যার পর সব সুনসান। মেঘের দল বাড়ি ফিরে ঘুমোতে গেল। বাতাসে তখনো ভিজে বাতাসের ঘ্রাণ।


No comments: