Friday, March 17, 2017

The Sapphires : অস্ট্রেলিয়ার আদিবাসী নারীদের আলো এবং অন্ধকার নিয়ে নির্মিত সিনেমা

মানুষের পৃথিবীতে নিজের ভূখণ্ডে যারা চিড়িয়াখানায় বাস করতে বাধ্য হয় তাদেরকে 'রিজার্ভ' নামক সংরক্ষিত নামে অভিহিত করা হয়। তাদের অবস্থা পৃথিবীর যে কোন আদিবাসীর চেয়ে করুণ। আমেরিকার রিজার্ভ সম্পর্কে আমরা অল্প বিস্তর জানলেও অস্ট্রেলিয়া বা নিউজিল্যাণ্ডের আদিবাসীদের সম্পর্কে তেমন জানা হয় না সিনেমা টিভিতে।

The Sapphires আমাদেরকে সেই অজ্ঞতা থেকে খানিকটা মুক্ত করে। সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমার পরিচালক নিজেও একজন আদিবাসী। তিনি কিছুটা দায়বোধ থেকে সিনেমাটি বানিয়েছেন এবং বিশ্বব্যাপী নন্দিত হয়েছেন। তাঁর 'সেপ্টেম্বর অব শিরাজ' দেখার পর এই সিনেমার সন্ধান পাই। একটি আদিবাসী রক্ষণশীল পরিবারের কয়েক বোন ভিয়েতনাম যুদ্ধে মার্কিন সৈন্যদের সঙ্গীত মনোরঞ্জনের জন্য নির্বাচিত হবার ঘটনার পূর্বাপর নাটকীয়তা নিয়ে সুনির্মিত একটি সিনেমা।

সিনেমাটির সুসমাপ্তি এবং সেই মেয়েগুলোর পরবর্তী জীবনে সফলতা সত্ত্বেও যে সত্যিটা আমাদের চোখের সামনে তুলে ধরে তা হলো রিজার্ভ বংশোদ্ভুত মেয়েদের শৈশবে বেড়ে ওঠার সময় যেসব অমানবিকতা পর্ব পার হয়ে আসতে হয় সেটা সত্যি খুব মর্মান্তিক এবং তথাকথিত সভ্য দেশের সভ্য সরকারের জন্য অত্যন্ত লজ্জার বিষয়। যেখানে আলোর নীচে প্রবল অন্ধকার লুকোনো।



No comments: