এক.
প্রথম জীবনটা দারিদ্রক্লিষ্ট ছিল। খুব কষ্ট করে পড়াশোনা করছে সে। টিউশানী করে পড়ার খরচ যোগাড় করে তার একাংশ সংসারেও ব্যয় করে। আবার চোখে তার সমাজ ভাঙার স্বপ্নও খেলা করতো। পড়াশোনার পাশাপাশি সমাজতান্ত্রিক ব্যবস্থার নতুন সমাজ গড়ে তোলার স্বপ্নেও বিভোর তরুণ। দেয়ালে দেয়ালে পোস্টার ছেয়ে যায় স্বপ্ন শ্লোগানে। রাত জেগে চিকা মেরে ভোরবেলা ঘুম। উই শ্যাল ওভার কাম, উই শ্যাল ওভার কাম সাম ডে....। নতুন দিন একদিন আসবেই। পূর্ব দিগন্তে নতুন সূর্য।
প্রথম জীবনটা দারিদ্রক্লিষ্ট ছিল। খুব কষ্ট করে পড়াশোনা করছে সে। টিউশানী করে পড়ার খরচ যোগাড় করে তার একাংশ সংসারেও ব্যয় করে। আবার চোখে তার সমাজ ভাঙার স্বপ্নও খেলা করতো। পড়াশোনার পাশাপাশি সমাজতান্ত্রিক ব্যবস্থার নতুন সমাজ গড়ে তোলার স্বপ্নেও বিভোর তরুণ। দেয়ালে দেয়ালে পোস্টার ছেয়ে যায় স্বপ্ন শ্লোগানে। রাত জেগে চিকা মেরে ভোরবেলা ঘুম। উই শ্যাল ওভার কাম, উই শ্যাল ওভার কাম সাম ডে....। নতুন দিন একদিন আসবেই। পূর্ব দিগন্তে নতুন সূর্য।
দুই.
পড়াশোনা শেষ হলো চার বছরের সেশান জটের লেজে। চাকরীর সন্ধানে পথে। ছাত্র ভালো, সরকারী চাকরীর ইন্টারভিউ বোর্ডে উৎরে যায় অবশেষে। দুঃস্বপ্নের রাত কেটে যায় নতুন চাকরীর সুরভিতে। আপাততঃ টিকে থাকার চেষ্টা। বেতনের টাকার পরিমান টিউশানীর চেয়ে খুব বেশী না হলেও নতুন স্বপ্নে বিভোর হয় তরুন। বিয়ে করে সংসার সাজাতে শুরু করে একদিন। উন্নত জীবনের স্পর্শে আস্তে আস্তে ফিকে হতে থাকে সমাজবদলবিষয়ক বিপ্লবের স্বপ্ন, স্মৃতি। তিন.
আরো এক দশক পর তরুণ সরকারী চাকরীতে পোক্ত। সমাজে নাম ডাকের পাশাপাশি ব্যাংক ব্যালেন্সও উপচে পড়ছে। বছর বছর বদলানো লেটেষ্ট মডেলের গাড়িগুলো সিনেমার রাজপুত্রদের কথা মনে করিয়ে দেয়। তরুণের দারিদ্র যাদুঘরে, সমাজতন্ত্র আস্তাকুড়ে, মগজ মার্কিন ডলারের ঘুর্নিপাকে। সেই নোংরা অতীত, সমাজতন্ত্রের স্বপ্ন, শোষণমুক্ত সমাজের অস্তিত্ব সবই ভুল প্রমানিত হতে থাকে। জীবনের প্রথম পর্বটা তামাশা হয়ে যায় এখানে এসে।
মানুষের জীবন এরকমই। গিরিগিটির মতো কেবল রঙ বদলাতে থাকে। যখন যে বর্ণ ধারণ করে তখন সেই বর্ণের প্রতি যুক্তি ধরতে থাকে।
No comments:
Post a Comment