Tuesday, December 4, 2012

জ্ঞানী কথা (!)

১. সম্পর্কের একটা ওজন আছে। দুজন মানুষের সম্পর্ক একটা সুতোয় বাঁধা থাকে।  সম্পর্ক যখন গভীর হয় তখন ওজনেও ভারী হয় তখন সুতোটা নীচের দিকে বাঁকা হতে থাকে। যখন খুব বেশী ওজন হয় তখন সুতোটা ছিঁড়ে যাবার আশংকা থাকে। তাই যে কোন সম্পর্ক অতি গভীর হওয়াও বিপদজনক। ছিঁড়ে যাবার আশংকা থাকলে সুতোটা খুলে দেয়াই নিরাপদ। পতনটা অন্ততঃ ব্যথামুক্ত থাকে।

২. দূরত্ব কোন ব্যাপার না। কোন মেরুতে আছি সেটাই ব্যাপার। সূর্য শীতকালে নিকটে থাকলেও উত্তরগোলার্ধ সবচেয়ে বেশী ঠাণ্ডায় ভোগে।

৩. ভালো বন্ধু দূরে থাকাই নিরাপদ। নিয়মিত ক্যাচালের চেয়ে অনিয়মিত যোগাযোগ ভালো।

৪. নিজেকে নিজে কফিনে পুরতে পারো, কিন্তু নিজের কফিনের শেষ পেরেকটা অন্যকে ঠুকতে হয়।

৫. সকল শুভ্রতা আলোর নিশানা দেয় না। কুয়াশার মতো শ্বেত অন্ধকার আর কি আছে?

৬. সময়ের বয়স বাড়ে না

No comments: