Saturday, July 29, 2023

সেই সব রঙিন দিনগুলো

সব মানুষের জীবনে কিছু রঙিন দিন থাকে, কিছু থাকে ধূসর, কিছু কালো অন্ধকার। জীবনের অনেকটা পথ পাড়ি দেবার পর আমরা যখন ধূসরতার দিকে এগিয়ে যাই তখন রঙিন দিনগুলো বিস্মৃত হতে থাকি ধীরে ধীরে। এমনকি  অ্যালবামের রঙিন ছবিতেও শ্যাওলা ধরে যায়। সে কারণে কিছু স্মৃতির পোস্টার আলগা করে তুলে রাখা দরকার ভবিষ্যতের জন্য। যে শিশুরা একসময় অবোধ অবুঝ ছিল, তারা যখন বড় হবে তখন তাদের চোখে পড়বে সেইসব রঙিন দিন। আমাদের প্রিয় কয়েকটি ভ্রমণ স্মৃতি নিয়ে কয়েকটি প্রিয় পোস্টার। ২০১০ থেকে শুরু হবে শুধু কক্সবাজার ভ্রমণ নিয়ে। যখন থেকে ডিজিটাল ক্যামেরায় ছবি তোলার যাত্রা হলো। আমাদের বিবর্তন এবং কক্সবাজারের বিবর্তনের ছবি।


কক্সবাজার: ২০১০










কক্সবাজার: ২০১১








কক্সবাজার: ২০১২









কক্সবাজার: ২০১৪









কক্সবাজার: ২০১৫








কক্সবাজার: ২০১৯








কক্সবাজার: ২০২৩




 


No comments: