আনন্দপাঠ বনাম সমালোচনা পাঠ ৷ দ্বিতীয়টি কষ্টসাধ্য ৷ সুক্ষ্ণ কাজ ৷ অনায়াস লব্ধ নয় কিছুই৷ ইতিহাস বিষয়ে কাজটি আরো কঠিন ৷ লেজের পর লেজ বের হয় ৷ ছিদ্রের পর ছিদ্র বের করতে গিয়ে নিজেকে ছিদ্রান্মেষী হিসেবে আবিষ্কার করলে বিব্রতকর অবস্থাও তৈরী হতে পারে ৷ তাই হয়েছে ৷ পাঠের আনন্দ নির্বাসিত হয়ে মগজের ভেতর তিক্ততা কিলবিল করছে ৷ ফুল পাখি বিষয়ে এ বিড়ম্বনা নেই ৷ ইতিহাসের মিথ্যাচার প্রবঞ্চনা খুব পীড়াদায়ক বিষয় যদি তা নিজের দেশ বা জাতি বিষয়ক হয়৷ সাহিত্য বা চলচ্চিত্র বিষয়ে যা অনেকটা সহনীয়৷
ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভূ
No comments:
Post a Comment