Tuesday, January 31, 2017

ব্রাজিলের সিনেমা Latitudes: পথে হলো দেখা

একই দেশের দুজন মানুষ। রাশির ফেরে দেখা হয়ে গেল তৃতীয় কোন এক দেশে- পেশাগত ভ্রমণে। মেয়েটা ফ্যাশন ম্যাগাজিনের সম্পাদক, পুরুষটি পেশাদার ফটোগ্রাফার। নানান দেশে কাজ দুজনের। ছুটন্ত জীবন দুজনের। আকাশ থেকে আকাশ পথে। তার মাঝেই দেখা হয়ে যাচ্ছে কখনো কখনো। কখনো ব্রাজিল, কখনো আর্জেন্টিনা, কখনো ভেনিস, কখনো লণ্ডন, কখনো ইস্তাম্বুল। রাত ফুরোবার আগেই ভিন্ন গন্তব্যে ছুটতে হয় দুজনকে। দেখা হলেও নাম আর পেশা বাদে আর কোন পরিচয় জানা হয় না। যেটুকু ঘনিষ্টতা তাতে কোন মাত্রা নেই। বন্ধুতা বা সম্পর্ক নিয়ে কারো ভাবনা আসে না। দুজনের আছে আলাদা নিজস্ব জীবন, সে জীবনের কোন গল্প আসে না। কিন্তু কথায় কথায় জীবনের দর্শন আসে, আনমনা বোধ জাগে। উদাসী মন তখন কিছু বোঝে না, জীবনের সব হিসেব মেলে না। সমীকরণ বহির্ভুত দুজন বন্ধনহীন মানুষ পৃথিবীর সব জটিলতা বাদ দিয়ে শুধু নিজেদের মতো করে গল্প বলার অবসর খুঁজে নেয় এখানে।

ছবির গল্প মাত্র দুজন মানুষে সীমাবদ্ধ। ঠিক তুলনা করা যায় না, তবে দেখতে দেখতে মনে পড়ে যাবে Before Sunset কিংবা Before Sunrise এর কথা। কেননা এটিও কোনরূপ সিনেমাটিক টেনশান ছাড়া আপনমনে উপভোগ করার মতো সিনেমা।

No comments: