Friday, January 6, 2017

Güneşi Gördüm (আমি সূর্য দেখেছিলাম) - একটি মর্মস্পর্শী বহুমাত্রিক তুর্কী সিনেমা

দৈবচয়নের ভিত্তিতে নির্বাচিত একটি সিনেমা দেখার মধ্যে সময় অপচয়ের আশংকা থাকে যখন হাতে আরো অধিকতর চমৎকার সিনেমা জমা থাকে।

একদম অজানা এক পরিচালকের সিনেমা দেখা হয়ে গেল আজ।  Güneşi Gördüm তুরস্কের একটি চলচ্চিত্রের নাম যার অর্থ I saw the sun বা 'আমি সূর্য দেখেছিলাম'। পরিচালক Mahsun Kırmızıgül একজন কুর্দী গায়ক এবং অভিনেতা। ছবিটি কয়েকটি কারণে মুগ্ধ করেছে। প্রথম কারণ তুরস্কের কুর্দী সমস্যা নিয়ে পত্রিকার পাতায় কুর্দী সমস্যা নিয়ে খবরাখবর পাঠ করলেও তাদের জীবনযাত্রা নিয়ে কিছুই জানা ছিল না। এই সিনেমাটি এক কুর্দী পরিবারের ঘটনার আবর্তন হলেও এতে বৈশ্বিক বাস্তবতার অনেক গুরুতর সমস্যাকে চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে।

এই সিনেমাটির আরো একটি চমৎকার বিষয় হলো এর অসাধারণ সিনেমাটোগ্রাফি। তুরস্কের প্রাকৃতিক এবং নাগরিক সৌন্দর্য এই ক্যামেরায় অতি চমকপ্রদভাবে ধরা পড়ছে। আবার তৃতীয় বিশ্বের রীতিতে স্কাইস্ক্র্যাপারের দিগন্ত পার হলেই নিদারুণ দারিদ্রের অপ্রিয় বাস্তবতার চিত্রও আছে। ছবিটি একটি পরিবারের গল্প শোনাবার ফাঁকে ফাঁকে আমাদের জানায় এখনো পুত্র সন্তানের চাহিদা এগিয়ে থাকে, এখনো যুদ্ধ একটি পরিবারকে দুই মেরুতে ঠেলে দিতে পারে, এখনো অভিবাসন একটি জ্বলন্ত বৈশ্বিক সমস্যা।

ছবিটা দেখতে শুরু করে দুঘন্টা কখন কেটে যাবে টেরও পাওয়া যাবে না। শেষ হবার পর মুগ্ধতা ছাড়িয়ে বুকের কোথাও একটা ব্যথা জেগে থাকবে আরো কয়েক ঘন্টা।

No comments: