খুব আগ্রহ নিয়ে অচেনা কোন সিনেমা দেখতে বসি না আমি। বিশেষতঃ যদি সেটা আমেরিকান সিনেমা হয়। আমেরিকাতেও প্রচুর ভালো সিনেমা বানানো হয়, কিন্তু আমি সেই সব সিনেমা তখনই দেখতে আগ্রহী হই যখন কোন বিশ্বস্ত বন্ধুর রেফারেন্স থাকে। আজ রেফারেন্স ছাড়াই একটা আমেরিকান সিনেমা দেখে ফেললাম।
500 Days of Summer ছবিটার নামটা পছন্দ হয়েছিল বলেই দেখা। দেখে ঠকিনি। টানা দেড় ঘন্টা ছবিটা দেখেছি এবং উপভোগ করেছি। ছবিটা আর দশটি ছবি থেকে একটু আলাদা বলে দেখার মধ্যে অন্য রকম একটা আকর্ষণবোধ করেছি। প্রথমত এই ছবিটা কোন ধারাবাহিক টাইমলাইন মেনে বানানো হয়নি। ছবিটার নির্মান নিয়ে সংক্ষেপে বলা হয়েছে - The film is presented in a nonlinear narrative, jumping between various days within the 500 days of Tom and Summer's relationship. This is a linear summary of the plot.
ছবি দেখার আগে ভেবেছিলাম গ্রীষ্মকালের ৫০০ দিবসের ঘটনা। কিন্তু আসলে ঘটনাটি Summer Finn নামের একটি মেয়ের সাথে Tom Hansen এর ৫০০ দিন ব্যাপী অদ্ভুত এক উত্তরাধুনিক রোমান্টিক সম্পর্ককে ঘিরে। ঠিক ৫০০ দিন ওদের সম্পর্ক টিকেছিল। ছাড়াছাড়িটা অনিবার্যই ছিল কেননা তারা কেউই মেড ফর ইচ আদার ছিল না। ওদের মধ্যে কোন প্রেমই ঘটেনি। ওরা বন্ধুতায় মেতে ছিল, সম্পর্কে গভীরতায় ছিল, এক বিছানায় রাতও কাটিয়েছিল, কিন্তু প্রেম হয়নি। টম আগাগোড়া মেয়েটার প্রেমে হাবুডুবু খেলেও মেয়েটা ওকে নিয়ে অদ্ভুত একটা প্রেমহীন সম্পর্ক উপহার দিয়েছে। একসাথে অনেকগুলো দিন কাটানোর পরও ঠিক সময়মত ছেলেটাকে কাঁচকলা দেখিয়েছে। তবে মেয়েটার পক্ষে যথেষ্ট যুক্তিও আছে, মেয়েটা শুরুতেই বলে দিয়েছে যতই গভীর হোক সম্পর্ক, সে কিছুতেই কারো গার্লফ্রেণ্ড হবে না। সেটা বললেও একসময় এসে আধাঘন্টার পরিচয়ে আরেকজনের গলায় মালা দিয়ে বিয়ে করে ফেলেছে টমকে সুন্দর একটা পশ্চাদাঘাত করে। তবে প্রেম এক তরফা হওয়াতে ছবিটার আকর্ষণ কয়েকগুন বেশী লেগেছে যেন পরিচিত কিছু দৃশ্যপট দেখতে পেয়েছি। প্রত্যেক সিনেমার আকর্ষণের পেছনে কিছু একটা রিলেট করার প্রয়োজনীয়তা আছে। এটাও তার ব্যতিক্রম কিছু ছিল না।
বলতেই হয়, আগাগোড়া টানটান উত্তেজনময় অথচ পরিচ্ছন্ন একটা ছবি এক নাগাড়ে বসে দেখতে পেরেছি। এই ছবি বক্স অফিস হিট করে ভেঙ্গে ফেললে আশ্চর্য হবার কিছু নেই। বাকীটা বোঝার জন্য ছবিটা দেখতে হবে। ও হ্যাঁ এই ছবির আরেকটি সুন্দর সংযোজন হলো এর মিউজিক, মজারু লিরিক্স সমেত একেকটা গান সিনেমার সাথে মিশে যায়। অসাধারণ এই ১৬টি গানের সংযোজন।
কিন্তু ছবিটা আজকেই কেন দেখলাম সে এক রহস্য। আজকেই এমন একটি ছবি দেখতে হলো বলে খুব আশ্চর্য হলাম। কিছু কিছু সময় অনিবার্যভাবেই দেখা দেয়। আমাদের কারো হাত থাকে না তাতে।
হয়তো!
No comments:
Post a Comment