Friday, January 29, 2016

দিনযাপন

১.
অভিজিত সেনের লেখা 'রহু চণ্ডালের হাড়' শেষ করলাম গতকাল রাতে। যে জীবন দেখিনি, তেমন আরেকটি বই পড়া হয়ে গেল। জীবনের অনেক সঞ্চিত অভিজ্ঞতা থেকেও কিছু কিছু বই পাঠ মূল্যবান, এটিও তেমন একটি। এক বাজিকর গোষ্ঠীর শতবর্ষব্যাপী ছয় পুরুষের জীবনের ধারাবাহিক বঞ্চনা ও নিপীড়নের অজানা কাহিনী বুকের খুব গভীরে নাড়া দিয়ে গেল।

২.
গত কয়েকদিন ধরে পুরোনো পত্রিকা নামাচ্ছি সচলের ওমর শেহাবের দেয়া লিংক থেকে। তাঁর কাছে অশেষ কৃতজ্ঞতা এমন একটি গুরুত্বপূর্ণ কাজ করে রাখার জন্য। পুরোনো দিনের বই পত্রিকা আমাকে খুব টানে। একাত্তর পরবর্তী উত্তাল ঘটনাগুলো সরাসরি পত্রিকা থেকে পড়ার সুযোগ পেয়ে খুবই আপ্লুত। কিন্তু এত পত্রিকা নামানো কঠিন। বাংলাদেশের ইন্টারনেট স্পীড ও মূল্য হিসেব করলে পিছিয়ে আসতে হয়। এক বছরের পত্রিকা নামাতে প্রায় ১৫ গিগা ডেটা লাগে। আমি খুব ধৈর্য ধরে বছর দেড়েক নামিয়েছি সাত দিনে। ১৯৭২, ৭৩, ৭৪, ৭৫ এর নির্বাচিত কিছু মাসের পত্রিকা নামাচ্ছি আপাতত। নামানো শেষ হলে পড়ায় ডুব দেবো।

৩.
চট্টগ্রামের ইতিহাস পেজটা নিয়ে কিছুদিন কাজ করতে পারছি না ব্যস্ততার কারণে। ওখানে যারা কাজ করবে বলে কথা দিয়েছিল, তারা সময় দিচ্ছে না। সবারই ব্যস্ততা আছে। স্বেচ্ছাসেবী কাজগুলোতে কাউকে জোর করা যায় না। সদস্য সংখ্যা বাড়ছে প্রতিদিন, অথচ কেউ লেখে না। ইতিমধ্যে ছয়শো জনের বেশী হয়ে গেছে সদস্য সংখ্যা।  আরো বাড়ছে প্রতিদিন। এত নীরব দর্শক নিয়ে আমি কি করবো?

৪.
শীতটা এবার অনেক বেশী গত কয়েক বছরের তুলনায়। ১০ ডিগ্রীতে নামেনি শীত অনেক বছর। বাংলাদেশের জন্য এই শীতই অনেক। শীতকাতুরে জাতি আমরা।

৫.
চট্টগ্রাম শহরটা পুরোনো সবুজে আলোকিত হয়েছে কিছুটা। বিলবোর্ডের অত্যাচার থেকে আপাতত রক্ষা পাওয়া গেল নতুন মেয়র সাহেবের হস্তক্ষেপে। রাস্তার মোড়ে মোড়ে বিলবোর্ডের উৎপাত এত বেশী ছিল যে সোজা তাকিয়ে একটা রাস্তার অর্ধেকও দেখা যেতো না। সমগ্র শহরের বাড়ি, দালান, কোটা, পাহাড়, নদী, নালা, সব ঢেকে গিয়েছিল দানবীয় বিলবোর্ডে। একটা  বাণিজ্য পরিমিতি ছাড়িয়ে কতটা অশ্লীল হয়ে উঠতে পারে এটা তার উদাহরন ছিল। শহরের কোন ঠিকানা বের করা যেতো না ঠিকমতো। কেউ হয়তো কাউকে ঠিকানা দিয়ে বলেছে অমুক বিল্ডিংএর সামনে তমুক রঙের বাড়ি। আর সেই বাড়িটা যদি বিলবোর্ডের আড়ালে লুকিয়ে থাকে, খুঁজে বের করা কত ঝক্কির সেটা ভুক্তভোগীই জানেন। গ্রীন সিটির পরিকল্পনাটা সফল হোক। অন্ততঃ এটুকু আশা করবো এর পেছনে কোন রাজনীতি নেই।


No comments: