১.
অভিজিত সেনের লেখা 'রহু চণ্ডালের হাড়' শেষ করলাম গতকাল রাতে। যে জীবন দেখিনি, তেমন আরেকটি বই পড়া হয়ে গেল। জীবনের অনেক সঞ্চিত অভিজ্ঞতা থেকেও কিছু কিছু বই পাঠ মূল্যবান, এটিও তেমন একটি। এক বাজিকর গোষ্ঠীর শতবর্ষব্যাপী ছয় পুরুষের জীবনের ধারাবাহিক বঞ্চনা ও নিপীড়নের অজানা কাহিনী বুকের খুব গভীরে নাড়া দিয়ে গেল।
অভিজিত সেনের লেখা 'রহু চণ্ডালের হাড়' শেষ করলাম গতকাল রাতে। যে জীবন দেখিনি, তেমন আরেকটি বই পড়া হয়ে গেল। জীবনের অনেক সঞ্চিত অভিজ্ঞতা থেকেও কিছু কিছু বই পাঠ মূল্যবান, এটিও তেমন একটি। এক বাজিকর গোষ্ঠীর শতবর্ষব্যাপী ছয় পুরুষের জীবনের ধারাবাহিক বঞ্চনা ও নিপীড়নের অজানা কাহিনী বুকের খুব গভীরে নাড়া দিয়ে গেল।
২.
গত কয়েকদিন ধরে পুরোনো পত্রিকা নামাচ্ছি সচলের ওমর শেহাবের দেয়া লিংক থেকে। তাঁর কাছে অশেষ কৃতজ্ঞতা এমন একটি গুরুত্বপূর্ণ কাজ করে রাখার জন্য। পুরোনো দিনের বই পত্রিকা আমাকে খুব টানে। একাত্তর পরবর্তী উত্তাল ঘটনাগুলো সরাসরি পত্রিকা থেকে পড়ার সুযোগ পেয়ে খুবই আপ্লুত। কিন্তু এত পত্রিকা নামানো কঠিন। বাংলাদেশের ইন্টারনেট স্পীড ও মূল্য হিসেব করলে পিছিয়ে আসতে হয়। এক বছরের পত্রিকা নামাতে প্রায় ১৫ গিগা ডেটা লাগে। আমি খুব ধৈর্য ধরে বছর দেড়েক নামিয়েছি সাত দিনে। ১৯৭২, ৭৩, ৭৪, ৭৫ এর নির্বাচিত কিছু মাসের পত্রিকা নামাচ্ছি আপাতত। নামানো শেষ হলে পড়ায় ডুব দেবো।
No comments:
Post a Comment