অদৃশ্য এক ফেরারী বেদনা নিয়ম করে প্রতিদিন ছুঁয়ে যায় আমার রোমকূপ, স্নায়ু, রক্ত, হৃদপিণ্ড আর স্মৃতিপ্রকোষ্ঠ।
রুটিন মেনে আরো ছুঁয়ে যায় রাস্তার ধুলো, ধূসরতম বিষাক্ত ধোঁয়া, উষ্ণতম নাগরিক যানজট, হেঁটে যাওয়া পথের বিপন্নতা।
চোখের সামনে ভাসতে থাকা ফুটপাতের চটপটি ফুচকা, ঝালমুড়ি, ছোলা-বাদামের পসরা, আলুনি বেগুনী পিঁয়াজুদের খাপখোলা ঘ্রাণ।
আমি জানি তোমরা সকলেই আমাকে প্রচণ্ড ভালোবাসো। কেবল আমি একাই হারিয়ে ফেলেছি সন্নিবদ্ধ ভালোবাসার শক্তিধারা।
উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সকল গন্তব্য আমার দিগদর্শন যন্ত্রকে বিভ্রান্ত করে। আমি তাই কোথাও যাই না, কোন প্রত্যাশা রাখি না। সময় পেলেই স্বেচ্ছাবন্দী জীবনের উপভোগ্য সময়কে পকেটস্থ করি।
No comments:
Post a Comment