Thursday, February 25, 2010

টেরা শফি

ভিসা টিকেট কনফার্ম হবার পর আলকরনের টেরা শফি গেল এলাকার বড় জ্যোতিষী মফিজ কাওলাদারের চেম্বারে। প্রথম বিদেশ যাত্রা তার। দেশে প্রচুর আকাম করে পবিত্র দেশ সৌদি আরবে পাড়ি জমাচ্ছে ফ্রী ভিসাতে, জায়গামত থাকতে পারলে নাকি বহুত ধান্ধা ওখানে। ইহকাল পরকাল দুইটাই কাছাকাছি। তবু জ্যোতিষীর কাছ থেকে একটা ভবিষ্যতবানী নেবার ইচ্ছে।

টেরা শফিকে বস্তির লোক যেরকম চেনে, শিক্ষিত সমাজ চেনে না। মফিজ কাওলাদারও চিনলো না। গত একসপ্তাহ ঢাকা চিটাগাং দৌড়াদৌড়িতে দাড়িগোফ কামানোর সুযোগ পায়নি। সকাল নটায় পায়ে হেঁটে ঘুমের পোষাক লুঙ্গি-শার্ট পরেই জ্যোতিষীর চেম্বারে চলে এল। নিউমার্কেটের উল্টা দিকে বসে কাফিনা হোটেলে বসে মফিজ কাওলাদার।

পেশাদার ধূর্ত লোক মফিজ কাওলাদার । চেহারা দেখেই বলে দিতে পারে কাকে টিপলে কতটা বেরুবে। টেরা শফিকে না চিনলেও তার মলিন পোষাক আর খোঁচা দাড়ি বলে দিচ্ছে এটা দুশো টাকার মাল, দুহাজার টাকার উপদেশ দিয়ে লাভ নেই। বড়জোর একটা পাঁচশো টাকার অকেজো চুনি পাথর গছানো যাবে। শফির হাতটা ধরে খানিক কচলে গ্লাস দিয়ে সুক্ষ্ণচোখে দেখার ভান করে গড়গড় করে জ্যোতিষ টেম্পলেট রেকর্ডটা চালিয়ে দিল। সুখ-দুঃখ-প্রেম-শত্রু-মিত্র-টাকা-কড়ি কিছুই বাদ গেল না ওখানে। যতটুকু সুখবর দেয়া যায় দুশ টাকা ভিজিটে তার সবটুকু দিল।

কথা শেষ হবার পর কাওলাদার একটু চুপ থেকে বললো - 'তবে...'
এটুকু বলে আবারো চুপ মফিজ কাওলাদার। যেন ভাবছে।

টেরা শফি বললে, 'তবে কি?'

মফিজ কাওলাদার বললো, 'একটা সুসংবাদ আছে। আগামী বছরের শেষভাগে বিদেশ যাত্রার ঘোর লক্ষন আপনার বৃহস্পতি রেখায়। কিন্তু তার জন্য একটা চুনি পাথরের আংটি পরতে হবে যার মূল্য একহাজার টাকা কিন্তু আপনার জন্য বিশেষ ডিসকাউন্টে পাঁচশো টাকা মাত্র।'

এটুকু শোনার পর টেরা শফি ততোধিক টেরা চোখে চেয়ে থাকলো জ্যোতিষীর দিকে। যেন বিশ্বাসই করতে পারছে না এই সুসংবাদ!! তারপর বললো " মাত্র পাঁচশো টাকা? ঠিকাছে পাথরটা নেবো আমি, টাকাটা যোগাড় করে এখুনি আসতেছি।"

ঘন্টাখানেক পর মফিজ কাওলাদারকে সদর রাস্তায় ধাওয়া খাওয়ারত অবস্থায় পাওয়া গেল। পেছনে লাঠি হাতে একদল উস্কোখুস্কো এলোমেলো যুবক। ঘটনা থামলে জানা গেল ভাংচুর বাদেও নগদ পঞ্চাশ হাজার টাকা ছিনতাই হয়ে গেছে কাওলাদারের চেম্বার থেকে।

বিদেশ যাবার আগে বউয়ের হাতে কিছু নগদ দিতে পেরেও টেরা শফি ঠিক খুশী নয়।
কাওলাদার ব্যাটা শেষ আকামটা একরকম হাতে ধরে করালো।

No comments: