Thursday, February 25, 2010

কালো আমার কালো

একদিন সবকিছুই ধূসর হয়ে যায়। মানুষ, গাড়ী, বাড়ী, উদ্ভিদ, প্রানী, সম্পর্ক, অনুভুতি সবকিছুই। ধূসরতার গভীরতা বাড়তে বাড়তে কৃষ্ণগহবরে হারায় সকল বর্নচ্ছটা। কৃষ্ণগহ্ব থেকে কখনো কি আলোর উত্থান ঘটে? যে আঁধার আলোর অভাবে ঘটে, সেখানে আবারো বর্ন দেখার সম্ভাবনা থাকে। কিন্তু যে আঁধার কেবলই আঁধার, সেখানে নিকষ কালো বাদে অন্য কোন বর্ন নেই।

অন্ধকারের রং কি? কালো কি একটা রং নাকি আলোর অভাব? কালোতে আলো ছিটোলেই কি রংধনু হেসে ওঠে? রংধনুতে সব রঙের সমাহার থাকলেও কালোর স্থান নেই কেন? কালো কি অচ্ছ্যুত? আলোর অভাবই কালো যদি মেনে নেই তাহলে প্রশ্ন জাগে আলোর অভাব কেবল কালো হয় কেন? নীল বা সবুজ নয় কেন? জগতের আদি রং কি তাহলে কালো?

মহাশূন্যের বর্ন কি? মহাশূন্য বা মহাবিশ্বের কোন বর্ন নেই। বর্নহীন নিঃসীম অন্ধকার এক জগত। বিশাল অন্ধকারের মাঝে মাঝে ছিটেফোটা নীহারিকা-নক্ষত্র জগত আলোর ফুটকি হয়ে মাঝে মাঝে বর্ন ছড়ায়। সেই আলোর সীমানার বাইরে পুরো বিশ্বব্যপী নিকষ কালো অন্ধকার। ফলে যখন আলো সত্যি না অন্ধকার সত্যি - সেই বিতর্কটা আসে, তখন অন্ধকারেরই জয়জয়কার হয়।

যেহেতু অন্ধকারের রং কালো, জগতে কালোই সত্য, অন্ধকারই স্থায়ী। স্থান কাল ভেদে এর কোন ব্যতিক্রম নেই। কালো সত্য, কালো অবিনশ্বর, কালো ছড়িয়ে আছে জগতময়। সেই কালোতেই হারিয়ে যায় সকল অনাদিকাল।

কালো আমার কালো ওগো কালো ভূবন ভরা... কালো নয়ন ধোয়া আমার কালো হৃদয় হরা।

No comments: