এ ভ্রমনের কোন গন্তব্য নেই
এ ভ্রমন মানে কোথাও যাওয়া নয়।
..............................
একদিন অবেলায় চেনা রাস্তার অচেনা মোড়ে
ঠিক দেখা হয়ে যায় পথের সাথে।
বিস্ময় ভুলে আমি পথের হাত ধরি,
পথ আমাকে আকাশ চেনায়।
আকাশ চেনার আজন্ম সাধ ছিল যার।
..............................
আমি চোখ বন্ধ করে ভাবি
আলোর পথে এ এক অনন্ত ভ্রমন।
এ ভ্রমন যেন কখনোই শেষ না হয়।
আমাকে পথ দেখাও হে আলো,
অনিঃশেষ অবিনশ্বর আলো।
তুমি জানো, কেবল তুমিই
আমার সম্মুখে আদিগন্ত বিস্তৃত পথ
অথচ দিন শেষে কোথাও যাবার নেই।
এ ভ্রমন তাই, কেবলই একটা ভ্রমন-
এ ভ্রমনের কোন গন্তব্য নেই
এ ভ্রমন মানে কোথাও যাওয়া নয়।
এ ভ্রমনে তুমি ছাড়া আর কোন সঙ্গী নেই।
******************************
২৯.১২.২০০৯
No comments:
Post a Comment