যুদ্ধ ও বন্দী বিনিময়/ ২৯.১১.২০২৩
ইসরায়েলের সাধারণ মানুষ চায় সব জিম্মি মুক্ত হোক। এখন পর্যন্ত মাত্র ৫০ জনের মুক্তি হয়েছে। বাকী আরো দুশোজন। তাদের মুক্তি হবে কিনা বলা মুশকিল। তাদের অনেকে মারা গেছে ইসরায়েলী বোমাবর্ষণে। মুক্তি হলেও শান্তি আসবে না। আবারো যুদ্ধ শুরু হবে। সেই যুদ্ধের ইস্যুতে আমেরিকার সাথে বাকী আরব দেশের মতবিরোধ দেখা দিতে পারে, এমনকি কাতারের সাথেও ঝামেলা লেগে যেতে পারে। তখন কোন সন্ধির সম্ভাবনা থাকবে না। আরেকটা বড় যুদ্ধের দিকে এগিয়ে যাবে পৃথিবী। এই ছোট্ট বদমাশ রাষ্ট্রটির জন্য পুরো পৃথিবীর শান্তি হুমকিতে পড়ে যেতে পারে।
আগামীকাল থেকে নতুন কী আপডেট আসে দেখা যাক।
আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৩
মানুষের জীবনের মূল্য বাজারভেদে আলাদা। আমেরিকান জীবন, ইউরোপীয়ান জীবন, আফ্রিকান জীবন, এশিয়ান জীবন, ভারতীয় জীবন, পরাধীন জাতির জীবন, আদিবাসী মানুষের জীবন সবকিছুই আলাদা। ডলার, পাউন্ড, ইউরো, টাকা, রূপী, ইয়েনের মতো প্রতিটি মানুষের একটা মুদ্রামূল্য আছে।
কয়েকটি অবান্তর উদাহরণ। এগুলো সত্যিকারের মূল্য নয়। সংবাদপত্র থেকে আহরিত অনুমান:
১ জন আমেরিকানের জীবন = ১০০০ এশিয়ানের জীবন
১ জন এশিয়ানের জীবন = ১০ জন আফ্রিকান জীবন
১ জন ইউরোপীয়ানের জীবন = ১৮,০০০ প্যালেস্টাইনীর জীবন
তালিকা আরো অনেক দীর্ঘ করা যায়। ইসরায়েল বলেছে ১জন হামাসকে হত্যা করার জন্য ১০০ জন সিভিলিয়ান প্যালেস্টাইনী হত্যা করা জায়েজ। এগুলা হলো বাইপ্রোডাক্ট মরণ।
বিজয়ীপক্ষ যুদ্ধবিরতি চায় না। ইসরায়েলের সাথে আমেরিকা, ইউরোপও বিজয়ীপক্ষ। কেউ যুদ্ধবিরতি চায় না। কিন্তু ১ জন ফরাসী এজেন্ট ইসরায়েলের গুলিতে মারা যাবার পর নড়েচড়ে বসেছে ইউরোপ। এখন জার্মানী, ফ্রান্স, বৃটেন যুদ্ধবিরতির উপায় সন্ধান করছে।
No comments:
Post a Comment