Tuesday, November 7, 2023

আগামী বসন্তে দেশ ও পৃথিবী

 ১. এই মুহূর্তে পৃথিবীতে মানবতার সবচেয়ে বড় শত্রু আমেরিকা, ইসরাইল এবং তাদের সমর্থক। ইসরায়েলের আত্মরক্ষার অধিকার হলো নির্বিচার হত্যাকাণ্ড। এমন হত্যাকাণ্ড ঘটিয়ে পৃথিবীতে কেউ বেশিদিন রাজত্ব করতে পারেনি। পারবে না। হিটলার পরবর্তী যুগের মতো পৃথিবীতে নতুন একটা মেরুকরণ হতে পারে।

২. দেশে অপ্রত্যাশিত কোন ব্যাপার ঘটতে পারে। কেউ জল ঘোলা করে মাছ শিকার করতে চায়। অতীতেও হয়েছে, ভবিষ্যতেও হতে পারে। কিছু নির্বোধ আত্মতৃপ্তিতে আছে, তাদের স্বপ্নভঙ্গ হতে পারে। এবার কোন মাত্রার ঘটনা ঘটবে সেটা এখনো ধোঁয়াশা।

আগামী বসন্ত আসছে নতুন কোন আশঙ্কা নিয়ে। দেশ ও পৃথিবী উভয়ক্ষেত্রেই। 

তোমরা তখন কোথায় থাকবে, কী করবে? তোমাদের কথা ভাবছি আমি। তোমরা নিজেদের ভবিষ্যত নিয়ে এখনো সচেতন নও। যখন বুঝতে পারবে, তখন দেরি হয়ে যাবে। তোমাদের ভুলের কারণে গোটা জাতিকে মূল্য দিতে হতে পারে।


No comments: