প্রতিটি মানুষের কাছে জীবনকে উপভোগের নিজস্ব পদ্ধতি আছে। কেউ ধন সম্পদে উপভোগ করে, কেউ জ্ঞান বিজ্ঞানে, কেউ শিল্প সাহিত্যে, কেউ একটি ঘাসের ডগায় একটি শিশিরবিন্দু দেখেও জীবনকে উপভোগ করতে পারে। জীবনে সাফল্য লাভ করার বহুবিধ উপায় আছে মানুষের। অন্য প্রাণীদের চেয়ে এখানেই মানুষের শ্রেষ্ঠত্ব। যে যার সাধ্যমত সে উপায় খুঁজে নেয়। যারা সেই সব উপায়ের কোনটাই খুঁজে নিতে পারে না, তারা দুর্ভাগা। সব সামর্থ্য থাকা সত্ত্বেও অনেকে সুখের উপায় খুঁজে পায় না। না পাওয়ার অনেক কারণ থাকতে পারে। কিন্তু সব সুযোগ সুবিধা থেকেও চোখ মেলে দেখার আগ্রহের অভাবে সে সুখ থেকে বঞ্চিত হয় সে সবচেয়ে বড় দুর্ভাগা।
No comments:
Post a Comment